India Bangladesh border: কেনার সামর্থ নেই ঢাকার! বাংলাদেশকে গুরুত্বপূর্ণ পণ্য পাঠানো বন্ধ করল ভারত, বিরাট ক্ষতির সম্ভাবনা ইউনূস সরকারের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India Bangladesh border: ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়ে আবার টানাপড়েন শুরু হয়েছে। দুই পক্ষের বিদেশমন্ত্রক সুসম্পর্কের কথা বললেও বাস্তবে দেখা যাচ্ছে বিধি বাম।
advertisement
1/5

ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়ে আবার টানাপড়েন শুরু হয়েছে। দুই পক্ষের বিদেশমন্ত্রক সুসম্পর্কের কথা বললেও বাস্তবে দেখা যাচ্ছে বিধি বাম।
advertisement
2/5
সম্প্রতি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইউনূস সরকার হাসিনার মন্তব্যকে দায়ী করেন এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করেন।
advertisement
3/5
এরই মধ্যে প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে। ভারত এবং ভূটান থেকে পাথর আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। কারণ হিসাবে দেখানো হয়েছে অত্যাধিক দাম।
advertisement
4/5
বাংলাদেশি সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবর অনুযায়ী, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে নির্মাণ কাজ (কনস্ট্রাকশন ওয়ার্ক) কমে যায়। এ সময় তোর্শা ও স্টোন বোল্ডার পাথরের বাজার মূল্য কমে যায়। ওই সময় প্রতি টন পাথর ১০-১২ মার্কিন ডলারে রফতানি করত ভারত ও ভুটান।
advertisement
5/5
এর পরে বুড়িমারী স্থলবন্দরের পাথর আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েন। ফলে গত ৪ নভেম্বর ভুটান ও ভারতের পাথর রপ্তানিকারকদেরকে চিঠি দেয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। চিঠিতে পাথরের রপ্তানি মূল্য প্রতি মেট্রিকটন ভারতের ৭ ডলার এবং ভুটানের ১২ ডলারে নির্ধারণ করে পাঠাতে অনুরোধ করা হয়।