India Bangladesh Relation: মুখেই যত বড় কথা, ভারত চাইলে বাংলাদেশের কী করতে পারে! স্পষ্ট সেনাপ্রধানের মন্তব্যেই
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
India Bangladesh Relation: দু’দেশেই সাধারণ মানুষের একাংশের একে অপরের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে। দু'দেশের বৈঠকের পর আচমকা এমন বক্তব্য কেন বাংলাদেশের সেনাপ্রধানের?
advertisement
1/7

বাংলাদেশের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। তবে ভারতের সঙ্গে ভাল সম্পর্ক চাইছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
advertisement
2/7
দু’দেশেই সাধারণ মানুষের একাংশের একে অপরের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই টানাপড়েনের আবহে, ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী ঢাকায় গিয়ে ইউনূস প্রশাসনের সঙ্গে বৈঠকও করেন। বৈঠকের পরে দু’পক্ষই জানায়, তারা একে অন্যের সঙ্গে সুসম্পর্ক চায়।
advertisement
3/7
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য, সাধারণ মানুষ যেন মনে না করেন যে বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে ভারত।
advertisement
4/7
বাংলাদেশি সংবাদমাধ্যম 'প্রথম আলো'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাপ্রধান।
advertisement
5/7
সরাসরি কোনও প্রতিবেশীর নাম উল্লেখ না করে তিনি বলেন, 'সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না। আমরা প্রাপ্য জল পাব। এতে তো কোনও অসুবিধা নেই।'
advertisement
6/7
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের মতে, বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ অনেক বিষয়েই ভারতের উপর নির্ভর করে। আবার ভারতও কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকে সুবিধা পায়।
advertisement
7/7
এ ক্ষেত্রে বাংলাদেশের সেনাপ্রধানের কথায়,'এটা একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক।' পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।