India America Trade Deal: হঠাৎ আমেরিকায় জয়শঙ্কর! চমকে দিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প! ভারতের জন্য চরম দুর্দিন আসছে? প্রবল জল্পনা জারি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India America Trade Deal: সূত্রের খবর, চুক্তির শর্তাবলী নিয়ে দুপক্ষই একমত পোষণ করেছে। বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে এই সময় রয়েছেন ভারতীয় প্রতিনিধি দল।
advertisement
1/7

অবশেষে সম্ভাবনা সত্যিই হওয়ার পথে। দীর্ঘ জল্পনার মধ্য ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত করতে চলেছে আমেরিকা! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতি অনুযায়ী ৯০ দিনের জন্য স্থগিত করা হলেও আগামী কিছু দিনের মধ্যেই তার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। তার আগেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি আদৌ স্বাক্ষরিত হবে কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে কূটনৈতিক মহলে।
advertisement
2/7
সূত্রের খবর, হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে কাজ সম্পন্ন হলেই চুক্তির ক্ষেত্রে বিষয়টি ঘোষণা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর আমেরিকা পৌঁছে গিয়েছেন বলেই জানা গিয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি হয়ত নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটন বাণিজ্যচুক্তির বিষয়টি স্থাপন করবে বলেই মত ওয়াকিবহল মহলের।
advertisement
3/7
সূত্রের খবর, চুক্তির শর্তাবলী নিয়ে দুপক্ষই একমত পোষণ করেছে। বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে এই সময় রয়েছেন ভারতীয় প্রতিনিধি দল। দলের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল।
advertisement
4/7
আগামী ৮ জুলাই ভারত ও আমেরিকা বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা প্রবল। তার পরের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কছাড়ের মেয়াদ শেষ হচ্ছে।
advertisement
5/7
তবে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, রাশিয়া থেকে তেল ও জ্বালানি পণ্য কেনা চিন ও ভারতের মতো দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সেনেটে একটি বিল অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম রবিবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প তাঁকে বলেছেন, নিষেধাজ্ঞা বিলটি ভোটাভুটির জন্য পেশ করতে হবে।
advertisement
6/7
গ্রাহাম রাশিয়ার বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞা বিলটিকে স্পনসর করছেন। গ্রাহাম ট্রাম্পের সিদ্ধান্তকে 'একটি বড় অগ্রগতি' বলে অভিহিত করেছেন। ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন নিয়ে আলোচনার টেবিলে আনার প্রচেষ্টা করে চলেছেন ট্রাম্প। এই আবহে রাশিয়ার ব্যবসা বন্ধ করে পুতিনের ওপর চাপ সৃষ্টির পথে হাঁটতে চাইছেন ট্রাম্প।
advertisement
7/7
সম্প্রতি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরই মাঝে নিষেধাজ্ঞা বিল নিয়ে সেনেটর গ্রাহাম বলেন, 'এই বিলের কাজ কী? আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনেন এবং আপনি ইউক্রেনকে সহায়তা না করেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যগুলিতে ৫০০ শতাংশ শুল্ক বসবে। পুতিনের থেকে ৭০ শতাংশ তেল কেনে ভারত ও চিন। তারা তাঁর যুদ্ধের মেশিন চালিয়ে যাচ্ছে।'