করোনার জেরে আতঙ্কে গোটা বিশ্ব, তার মাঝেই পালিত খুশির ইদ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবারে করোনা মহামারীর প্রকোপে ছবিটা অনেকটা আলাদা।
advertisement
1/10

এরকম ইদ গোটা বিশ্ব দেখল প্রথমবার ৷ যে ইদ মিলনের উৎসব ৷ যে ইদ ভালবাসা ছড়িয়ে দেওয়ার উৎসব ৷ সেই উৎসবেই প্রবেশ করল কোয়ারেন্টাইন শব্দ ৷ গোটা বিশ্ব যেখানে করোনায় নাজেহাল, তখন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা জলদি সব ঠিক হয়ে যাক ৷
advertisement
2/10
প্রতিবছর উৎসবের এই মরসুমে চারদিকে সাজ সাজ রব থাকে। তবে এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে ছবিটা অনেকটা আলাদা। ঘরবন্দিতেই পালন করতে হবে ঈদ-অল-ফিতর
advertisement
3/10
ছবিটি সুদানের খার্তুমের, একমাস উপবাসের পর রমজান মাসের শেষদিনেই ইদ পালন করা হয়। ঈদের নামাজে একত্রিত হয় সমাজের সর্বস্তরের মানুষ
advertisement
4/10
টরন্টোতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাচ্চাদের ক্যান্ডি খাওয়ালেন এক ইসলামিক সোসাইটি মসজিদের সদস্যরা
advertisement
5/10
ইসরাইলে মিশ্র আরব ইহুদি শহর জাফায় একটি পার্কে পবিত্র রমজান মাস শেষে ইদের নামাজ আদা করলেন অনেকে
advertisement
6/10
টেক্সাসের প্লানো শহরে একটি বন্ধ মসজিদের বাইরে উদযাপিত হল ইদ-উল-ফিতর
advertisement
7/10
সাধারণত ইদের নামাজের পরে মুসলমানরা একে অন্যেরসঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে
advertisement
8/10
এই ছবিটি ইসরাইলে যেখানে দেখা যাচ্ছে যে ইদের নামাজের জন্য লোকেরা জড়ো হয়েছে, যাদের মধ্যে অনেকের মুখে মাস্ক রয়েছে
advertisement
9/10
আফগানিস্তানে একটি মসজিদের বাইরে ইদ দুল ফিতরের নামাজের জন্য লোকেরা অপেক্ষা করছে
advertisement
10/10
গাজা শহরের মুখে মাস্ক পরে শারীরিক দূরত্ব মেনে নামাজ আদায় করলেন অনেকেই