TRENDING:

‘সামরিকবাহিনীর পাপেট তিনি, বক্তব্য রাখার আগে ওঁদের পরামর্শ নেন’, বিস্ফোরক ইমরান খানের প্রাক্তন স্ত্রী

Last Updated:
advertisement
1/6
‘সামরিকবাহিনীর পাপেট তিনি, বক্তব্য রাখার আগে ওঁদের পরামর্শ নেন’, বিস্ফোরক ইমরান খানের প্রাক্তন স্ত্রী
ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান ৷ ইমরানের সঙ্গে সম্পর্ক ছেদের পর বিভিন্ন সময়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ৷ নিজের বইয়েরই ইমরানের বিরুদ্ধে বিভিন্ন কথা লিখেছিলেন তিনি ৷ এবার পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনার পর ফের ইমরানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন রেহাম খান ৷ Photo- File
advertisement
2/6
পুলওয়ামা জঙ্গি হামলার পর ইমরান খান ভারতের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন যদি পারে ভারত প্রমাণ করুন এই হামলায় পাকিস্তানের হাত রয়েছে ৷ পাশাপাশি তিনি এও হুমকি দেন ভারত যদি আঘাত করে তাহলে প্রত্যাঘাত করার জন্য তৈরি আছে পাকিস্তানও ৷ Photo- File
advertisement
3/6
রেহাম খান বলেছেন, ‘‘ মনে করবেন না ইমরান খান ক্ষমতায় এসেছেন নিজের মতাদর্শের ভিত্তিতে ৷ একমিনিটের জন্যেও ভাববেন না এটা ওঁর নীতি ৷ ওঁকে বলা হয়েছে কী করতে হবে, বুঝিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্র কী ওর থেকে চায় ৷ নির্বাচনের সময় আমরা দেখেছি কীভাবে ধর্মীয় গোষ্ঠীগুলি ইমলামাবাদে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে ৷ ধর্মের কার্ড খেলেই ও এটা করতে পেরেছে ৷ ’’ Photo- File
advertisement
4/6
পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় দায় কার যদি তদন্তযোগ্যও মনে করে থাকেন ইমরান খান তাহলেও ঘটনাটি নক্কারজনক ফলে এর তীব্র নিন্দা করা উচিত ছিল পাক প্রধানমন্ত্রীর এমনটাই দাবি রেহামের ৷ তিনি এও বলেছেন নিহতদের পরিবারের উদ্দেশ্যে সহমর্মিতা দেখানোও প্রয়োজন ছিল এটাও মত ইমরানের এক্সের ৷
advertisement
5/6
ইমরান খানের দাবি পাকিস্তানের কারোর যোগ যদি এই ঘটনায় ভারত প্রমাণ করতে পারে তাহলে তাঁকে শাস্তি দিতে দ্বিধা করবে না পাকিস্তান ৷ তবে কোনও চাপের মুখে এ কথা তিনি বলছেন না বলে দাবি পাক প্রধানমন্ত্রীর ৷ তবে ভারত হামলা করলে তাঁরাও পাল্টা দেবেন এটাও হুমকি দিয়েছেন তাঁরা ৷ Photo- File
advertisement
6/6
রেহাম খান আরও বলেছেন , আসলে এগুলো সব সেনার তৈরি করে দেওয়া কথা যা ইমরান খান বলছেন ৷ তাঁর নিজের কোনও মত তিনি কার্যকারী করতে পারেন না ৷ ইমরানের এক্সের মারাত্মক অভিযোগ তিনি পাক সেনার পাপেট ৷ Photo- File
বাংলা খবর/ছবি/বিদেশ/
‘সামরিকবাহিনীর পাপেট তিনি, বক্তব্য রাখার আগে ওঁদের পরামর্শ নেন’, বিস্ফোরক ইমরান খানের প্রাক্তন স্ত্রী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল