Imran Khan: চারিদিকে গুলির শব্দ, সেনার সঙ্গে সংঘর্ষ, বহু মৃত্যু! ভারতের এই প্রতিবেশী দেশে 'দেখলেই গুলি'র নির্দেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Imran Khan: প্রতিবাদীরা এগোতে শুরু করতেই জোরালো নিরাপত্তা বেষ্টনী দিয়ে দেয় প্রশাসন।
advertisement
1/5

ইসলামাবাদ: পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সোমবার থেকেই সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের সমর্থকরা জোরালো প্রতিবাদ করতে শুরু করেন। এরপর মঙ্গলবার ইসলামাবাদের ডি চকের দিকে এগোতে শুরু করলেই ইমরান সমর্থক ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়।
advertisement
2/5
প্রতিবাদীরা এগোতে শুরু করতেই জোরালো নিরাপত্তা বেষ্টনী দিয়ে দেয় প্রশাসন। পুলিশ-ইমরান সমর্থকদের সংঘাতে এপর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর এসেছে। ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে আন্দোলনে সংঘর্ষে ৫ জন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে প্রশাসন। পুলিশের গুলিতে একাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলেও খবর।
advertisement
3/5
মঙ্গলবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় জমায়েত করেন ইমরান-সমর্থকেরা। পুলিশের ব্যারিকেডও ভেঙে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আটকাতে যে কন্টেনার বসানো হয়েছিল, কেউ কেউ তার মাথায় চড়ে বসে বিক্ষোভ দেখান।
advertisement
4/5
রাত বাড়তেই সংঘাতে আরও বাড়ে। হিংসার চেহারা নেয় বিক্ষোভ মিছিল। এরপর পুরোদস্তুর আসরে নামে সেনা। অভিযান চলাকালীন এলাকার আলো নিভিয়ে দেওয়া হয় বলেও খবর। এমনকি, ইমরানের সমর্থকদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয় পাক সেনাকে।
advertisement
5/5
খাইবার পাখতুন খাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, ''ইমরান খান যতক্ষণ না মুক্তি পাচ্ছেন, ততক্ষণ আমরা পিছু হটব না। এগিয়েই যাব। সবাই প্রস্তুত হন। আমাদের আরও বাধা পেরোতে হবে।'' ইমরানের স্ত্রী বুশরা বিবি বলেন, ''ইমরান খানকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি। ইমরান খানকে নিয়েই ফিরব।''