এটাই দ্বিতীয় টাইটানিক! পৃথিবীর সব থেকে বড় প্রমোদতরী, ভাসবে এবার সাগরে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Icon of the seas: বিশ্বের সব থেকে বড় প্রমোদতরী। দ্বিতীয় টাইটানিকে আমোদ-প্রমোদের জন্য কী কী থাকছে!
advertisement
1/8

অনেকেই বলছেন ‘দ্বিতীয় টাইটানিক’। পৃথিবীর সব থেকে বড় প্রমোদতরী। সাগরে ভাসতে আর বেশি দেরি নেই।
advertisement
2/8
এই জাহাজের উচ্চতা টাইটানিকের থেকেও বেশি। টাইটানিক ছিল ৮৮২.৫৪ ফিট উঁচু। এটি ১২০০ ফিট উচ্চতার জাহাজ। ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টন ওজন দ্বিতীয় টাইটানিকের।
advertisement
3/8
আমোদপ্রমোদের সবরকম ব্যবস্থা থাকবে এই জাহাজে। খাবার, পানীয়ের ক্ষেত্রে থাকবে এলাহি আয়োজন। সুইমিং পুলে স্নান করার সময় পানীয়ের ব্যবস্থাও থাকবে।
advertisement
4/8
২০২২ সাল থেকে এই জাহাজের নির্মাণ শুরু হয়েছিল। চলতি বছরের শেষে আরও একবার পরীক্ষামূলক যাত্রা হবে আইকন অফ দ্য সিজ-এর। পর্যটকদের আনন্দ ও প্রমোদের সব রকম ব্যবস্থা করেছে জাহাজ নির্মাণ সংস্থাটি।
advertisement
5/8
২০২৪ সালের ২৭ জানুয়ারি যাত্রা শুরু করবে দ্বিতীয় টাইটানিক। আমেরিকার ফ্লরিডার মায়ামি থেকে যাত্রা শুরু। পূর্ব এবং পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে এই প্রমোদতরী।
advertisement
6/8
বিলাশবহুল এই জাহাজের নাম ‘আইকন অফ দ্য সিজ’। ৭৯৬০ জন যাত্রী সওয়ার হতে পারবেন এই প্রমোদতরীতে।
advertisement
7/8
সাতদিনের সফর। আর এরই মধ্যে এই প্রমোদতরীর প্রথম সফরের সব টিকিট শেষ। বহু মানুষ এই জাহাজে চড়তে চান। ঠিক যেমন টাইটানিকের প্রথম সফরের চাহিদা ছিল তুঙ্গে, এটির ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই।
advertisement
8/8
প্রথম সফরে ৫,৬১০ জন যাত্রী এবং ২,৩৫০ জন কর্মী থাকবেন জাহাজে। যে কোনও বয়সী যাত্রী সওয়ার হতে পারবেন এই প্রমোদতরীতে।