Hurricane Idalia: ১৭৫ কিমি বেগে ধেয়ে আসছে মারাত্মক ঝড় ইদালিয়া, শহর ফাঁকা করছেন বাসিন্দারা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Hurricane Idalia: বুধবার সকালে ক্যাটগরি থ্রি-এর হ্যারিকেন হয়ে এটি আছড়ে পড়ার কথা রয়েছে ফ্লোরিডার স্থলভাগে৷
advertisement
1/5

ফ্লোরিডার শহর৷ বাসিন্দা মাত্র এক হাজার৷ আর হ্যারিকেন ইদালিয়ার ভয়ে এখন ক্রমে জনশূন্য চেহারা নিতে চলেছে এই শহর৷ অপরূপ প্রাকৃতির সৌন্দর্যে পূর্ণ, এই ছোট্টশহরেই এখন আশঙ্কার মেঘ, কখন এসে দাপট দেখাবে এই ঝড়৷
advertisement
2/5
বুধবার সকালে ক্যাটগরি থ্রি-এর হ্যারিকেন হয়ে এটি আছড়ে পড়ার কথা রয়েছে ফ্লোরিডার স্থলভাগে৷ গতি বাড়িয়ে এটি পৌঁছে গিয়েছে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তরফ থেকে বলা হয়েছে, এটি ধ্বংসলীলা হতে পারে তীব্র৷
advertisement
3/5
এই শহরের প্রতিটি বাড়িতেই চলছে প্রস্তুতি৷ কেউ কেউ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন, কেউ আবার ছাড়তে চাইছেন না পৈতৃক ভিটে৷ কেউ বাড়ির সমস্ত আসবাব গাড়িতে তুলে নিরাপদ স্থানে যাচ্ছেন, কেউ আবার সাধের বাড়িটি ছাড়তেই চাইছেন না৷
advertisement
4/5
কেউ আবার ঝড়ের পরেও বাড়ি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁরা শহরের একমাত্র দোকান থেকে সংগ্রহ করে নিচ্ছেন নিত্যদিনের সামগ্রী৷ বাড়ির জানলায় সেঁটে দিচ্ছেন প্লাইউড, যাতে ঝড়ের মধ্যে পড়ে ঘর ভেঙে না পড়ে৷
advertisement
5/5
কোথাও কোথাও জলস্তর বাড়ার আশঙ্কাও রয়েছে৷ আর সেই কারণেই কেউ আবার বাড়ির মধ্যেই জল ছেঁচে বার করা ব্যবস্থা করেছেন৷ কেউ চোখের জল নিয়ে বাড়ি ছাড়ার সময় বলছেন, আশা করছি ঝড় থেমে গেলে ফিরে এসে আবার নিজের বাড়িতেই থাকতে পারব৷