House With A Secret: জলের দরে বিকিয়ে যাচ্ছে কোটি টাকার স্বপ্নের বাড়ি! রহস্য জেনে হতবাক সকলে...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
House With a Secret: আসলে সেই বাড়ির ভেতরে লুকিয়ে রয়েছে একটি রহস্য। সেই কারণেই কম দামে বিক্রি করা হচ্ছে সেই বাড়ি।
advertisement
1/5

প্রায় সকলেরই স্বপ্ন থেকে নিজের একটি স্বপ্নের বাড়ি ক্রয় করার। সকলেই চায় তার নিজের একটি বাড়ি হোক। এমন একটি বাড়ি হোক নিজের যার আশেপাশেই দরকারি সব জিনিস সহজেই পাওয়া যায়। কিন্তু যে সকল বাড়ির কাছে প্রয়োজনীয় সব জিনিস সহজেই পাওয়া যার, তার দামও কিছুটা বেশি হয়। জায়গার ওপরে ভিত্তি করে বাড়ির দাম নির্ধারিত হয়।
advertisement
2/5
গ্রেটার ম্যানচেস্টারের (Greater Manchester) রামসবটমে (Ramsbottom) এমনই একটি বাড়ি বিক্রি করা হচ্ছে। কিন্তু সকলের মনে হচ্ছে, লোকেশন অনুযায়ী একটি বেডরুম যুক্ত সেই বাড়ি খুবই কম দামে বিক্রয় করা হচ্ছে। কিন্তু আসলে সেই বাড়ির ভেতরে লুকিয়ে রয়েছে একটি রহস্য। সেই কারণেই কম দামে বিক্রি করা হচ্ছে সেই বাড়ি।
advertisement
3/5
যে জায়গায় সেই বাড়িটি অবস্থিত, সেই লোকেশন অনুযায়ী সেই বাড়ির দাম হওয়া উচিত প্রায় কোটি টাকা। কিন্তু সেই বাড়িটি বিক্রি করা হচ্ছে মাত্র ৭০ লাখ টাকায়। এই কারণে গ্রাহকেরা সেই বাড়িটি ক্রয় করার ব্যাপারে খুবই উৎসাহিত। কিন্তু সেই বাড়ির ভেতরে খেয়াল করলে দেখা যাবে যে সেই বাড়িটি কম দামে বিক্রি করা হচ্ছে না, আসলে সেই দামে বাড়িটি বিক্রয় করে গ্রাহককে ঠকানো হচ্ছে। কারণ এক বেডরুম যুক্ত সেই বাড়ির একটি ঘরের অন্দরে খুবই কম জায়গা রেখে সেই বাড়িটি তৈরি করা হয়েছে।
advertisement
4/5
কিন্তু সেই বাড়িটির ভেতরে প্রয়োজনীয় সব জিনিস মজুত রয়েছে। কিন্তু খুবই কম জায়গায় কেউ কিভাবে বসবাস করতে পারবে সেটি একটি চিন্তার বিষয়। স্প্রিং স্ট্রিটে তৈরি করা সেই বাড়ি তৈরি করা হয়েছিল পাথর দিয়ে। ব্যস্ত রাস্তার পাশে তৈরি সেই বাড়িটি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর। কিন্তু সেই বাড়ির ভেতরে ঢুকলেই সকলের দম বন্ধ হয়ে আসে। বাইরে থেকে দেখে সেই বাড়ি কিনতে অনেকে হাজির হলেও, সেই বাড়ির ভেতরের অবস্থা দেখে সবাই পিছিয়ে যায়। কারণ এত কম জায়গার একটি ঘর বসবাস করার পক্ষে যোগ্য নয়।
advertisement
5/5
লোকেশন দেখেও অনেকেই সেই বাড়ির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সেটি ক্রয় করতে যায়, কিন্তু সেই বাড়ির ভেতরের অবস্থা দেখে তারা নিজেরাই পিছিয়ে আসে। লোকেশন অনুযায়ী সেই বাড়ির দাম কোটি টাকার বেশি হলেও, ৭০ লাখ টাকা দিয়েও সেই বাড়ি ক্রয় করা লাভজনক হবে না। কারণ একটি মাত্র বেডরুম যুক্ত সেই বাড়ির একটি বেডরুমও খুবই কম জায়গা নিয়ে তৈরি করা। Representative Image