Hilsa: বিরাট সাইজের ইলিশ ধরা পড়ল জালে! দাম উঠল সাড়ে ৮ হাজার টাকা! ওজন কত? শুনলে চমকে যাবেন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hilsa: পেল্লাই সাইজের ইলিশ মাছ। যার ওজন শুনলে নিঃসন্দেহে চোখ কপালে উঠবে। মাছে ভাতে বাঙালি আর তার পাতে যদি পরে ইলিশ মাছ তাকে আর দেখে কে। বর্ষা পা রাখতে না রাখতেই তাই ইলিশ সন্ধানে মৎস্যজীবীরা।
advertisement
1/9

বর্ষা আসতে না আসতে শুরু হয়ে গেল ইলিশ মরশুম। দু-ফোটা বৃষ্টি হতেই দুই বাংলার মন এখন ইলিশ ইলিশ। এমনিতেই মাছে ভাতে বাঙালি আর তার পাতে যদি পরে ইলিশ মাছ তাকে আর দেখে কে। বর্ষা পা রাখতে না রাখতেই তাই ইলিশ সন্ধানে মৎস্যজীবীরা।প্রতীকী ছবি
advertisement
2/9
এবার মাছ ধরতে গিয়ে জালে ধরা পরল পেল্লাই সাইজের ইলিশ মাছ। যার দাম শুনলে নিঃসন্দেহে চোখ কপালে উঠবে। দাম উঠল প্রায় সাড়ে আট হাজার টাকা। শুনে মাথা ঘুরে যাচ্ছে তো? কিন্তু এমনটাই হল ওপার বাংলার মৎস্যজীবীদের জীবনে। প্রতীকী ছবি
advertisement
3/9
বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটার খাপড়াভাঙা নদীতে ধরা পড়া ওই একটি সাড়ে তিন কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে আট হাজার ৫৭৫ টাকায়। তাই উৎসবে মেতেছেন মৎস্যজীবীরা।
advertisement
4/9
খাপড়াভাঙা নদীতে আফজাল নামে এক জেলের জালে ধরা পড়ে ইলিশটি। শুক্রবার দুপুরে স্থানীয় আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশটিকে নিয়ে আসলে ফিরদৌস কাজী নামের এক ব্যবসায়ী মাছটি কেনেন। পরে তিনি মাছটিকে বিক্রির জন্য রাজধানী ঢাকায় পাঠিয়ে দেন। প্রতীকী ছবি
advertisement
5/9
বাংলাদেশে এখন সাগরে ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তবে নদী মোহনাগুলিতে মাছ ধরা উন্মুক্ত থাকায় সেখানে জাল ফেলছেন জেলেরা। প্রতীকী ছবি
advertisement
6/9
আফজাল বলেন, "একসময় এরকম মাছ আমরা প্রায়ই ধরতাম। কিন্তু এখন এত বড় মাছের দেখা মেলে না এই নদীতে। বর্তমানে সাগরে কোনও জেলেরা না থাকায় এত বড় মাছ নদীতে আসছে।"
advertisement
7/9
ক্রেতা ফিরদৌস কাজী বলেন, "সাধারণত এতবড় মাছ এই বন্দরে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে কিনে বিক্রির জন্য ঢাকা পাঠিয়েছি আশা করছি ভাল দামে বিক্রি করতে পাবো"। প্রতীকী ছবি
advertisement
8/9
আসলে বর্ষা মানেই বৃষ্টি, খিচুড়ি ছাড়াও আরও একটা জিনিসের কথা মাথায় আসে, তা হল ইলিশ। রুপোলী শস্য পছন্দ করে না কিংবা ইলিশের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি বোধ হয় খুব কমই আছে। প্রতীকী ছবি
advertisement
9/9
ইলিশ প্রিয় বাঙালি দুই বাংলাতেই তাই এখন বাঙালি দিন গুনছেন কবে আসবে সেই হাতের সুখ পাতের সুখ এনে দেওয়া ভরা বর্ষার ইলিশ-সুখ? প্রতীকী ছবি