TRENDING:

ট্রাম্প বলেছিলেন 'নোংরা মহিলা', ভারতীয় শ্যামাঙ্গী কমলার হয়ে উত্তরটা দিল আমেরিকাই

Last Updated:
তাঁকে ন্যাস্টি, ম্যাড ওম্যান বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। ট্রাম্পকে জবাব দিলেন মার্কিনিরাই।
advertisement
1/10
ট্রাম্প বলেছিলেন 'নোংরা মহিলা', ভারতীয় শ্যামাঙ্গী কমলার হয়ে উত্তরটা দিল আমেরিকাই
সানফ্রান্সিসকোর প্রথম মহিলা ও অশেতাঙ্গ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তিনি। প্রথম দক্ষিণ এশিয় আমেরিকান সেনেটারও তিনি। কিন্তু আজ যা হল, তা সব শিরোপাকেই ম্লান করে দিল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেহে সমুজ্জ্বল কমলা হ্যারিস। তাঁকে ন্যাস্টি, ম্যাড ওম্যান বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। ট্রাম্পকে জবাব দিল ভোটবাক্স।
advertisement
2/10
সানফ্রান্সিসকোর প্রথম মহিলা ও অশেতাঙ্গ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তিনি। প্রথম দক্ষিণ এশিয় আমেরিকান সেনেটারও তিনি। কিন্তু আজ যা হল, তা সব শিরোপাকেই ম্লান করে দিল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেহে সমুজ্জ্বল কমলা হ্যারিস। তাঁকে ন্যাস্টি, ম্যাড ওম্যান বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। ট্রাম্পকে জবাব দিল ভোটবাক্স।
advertisement
3/10
একটি কৃষ্ণাঙ্গদের ব্যাপটিস্ট চার্চ আর হিন্দু মন্দিরের সান্নিধ্যে বেড়ে ওঠা হ্যারিস ও তাঁর বোনের।
advertisement
4/10
মার্কিন সিভিল রাইট আন্দোলনের সময়ে কমলার বাবা মায়ের প্রেম, মার্কিন মুলুকের রাজপথে।
advertisement
5/10
কমলার বোন মায়া হিলারি ক্লিন্টনের আইনজীবী নিযুক্ত হন।
advertisement
6/10
ওবামা আমলেই তাঁকে অ্যাটর্নি জেনারেলের পদে অভিষিক্ত হতে অনুরোধ করা হয়। সসম্মানে সেই অনুরোধ ফিরিয়ে দেন কমলা।
advertisement
7/10
অর্থের নিরিখে অনেকটাই পিছিয়ে ছিলেন কমলা। তিনি বাজিমাত করতে পারেন এমনটা অনেকে ভাবেননি।
advertisement
8/10
কমলার মা শ্যামলা গোপালন একজন নামজাদা ব্রেস্ট ক্যানসার বিশেষজ্ঞ‌।
advertisement
9/10
কমলা একটি সাক্ষাৎকারে বলেন, কৃষ্ণাঙ্গী হওয়ার জন্য তাঁর সঙ্গে শিশুরা খেলত না।
advertisement
10/10
বাইডেনের বিপক্ষে লড়ার কথাও ভেবেছিলেন কমলা। পরে সেই চিন্তা থেকে বেরিয়ে আসেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ট্রাম্প বলেছিলেন 'নোংরা মহিলা', ভারতীয় শ্যামাঙ্গী কমলার হয়ে উত্তরটা দিল আমেরিকাই
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল