TRENDING:

পার্টি করুন চুটিয়ে ! এবার পার্টিশেষে হ্যাংওভারের জন্য আগামিদিন অফিসে মিলবে ছুটি

Last Updated:
আর চিন্তা নেই...
advertisement
1/5
পার্টি করুন চুটিয়ে ! এবার পার্টিশেষে হ্যাংওভারের জন্য আগামিদিন অফিসে মিলবে ছুটি
সবে বড়দিন কেটেছে, তবে এখনও উৎসবের মরশুম বহাল! সামনেই বর্ষশেষ, নতুন বছরের শুরু! আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব। রাতভর পার্টি, আর পার্টিতে কমবেশি লাগামহীন হন অনেকেই! তার ফল ? আগামিদিন ঘুম থেকে উঠতে না উঠতেই হ্যাংওভার! এদিকে অফিসে ছুটি নেই! হ্যাংওভার নিয়েই ছুটতে হয় অফিস!
advertisement
2/5
তবে, এবার আর চিন্তা নেই! বিন্দাস পার্টি করার দিন এসে গেল! অফিসে মিলছে হ্যাংওভার ডে। পার্টি করার পরদিন বাড়িতে বসেই কাজ করার সুযোগ মিলবে।
advertisement
3/5
এখানেই শেষ নয়, শুধু উৎসবের মরসুমের জন্য নয়। হ্যাংওভার ডে পলিসি সারা বছরই চালু থাকছে।
advertisement
4/5
সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগের দাবি, অনেকেই শনি-রবিবার ছুটি পান না, উৎসব শনি-রবিবার দেখে হয়ও না। সেক্ষেত্রে কর্মীরা রাতভর পার্টি করার সুযোগ পান না। যারা করেন, তাঁরা পরের দিন অফিসে আসেন হ্যাং ওভার নিয়ে! অথচ, পার্টি করা তো খারাপ নয়, জীবনটা আনন্দ করে কাটানো তো কখনও মন্দ চয়েস হতে পারে না! কাজেই, সমস্ত কর্মীরা যাতে জীবনটা সম্পূর্ণ উপভোগ করতে পারেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/5
উত্তর-পশ্চিমে ব্রিটেনে রয়েছে ডিজিটাল মার্কেটিং সংস্থা ‘দ্য অডিট ল্যাব’। অন্যান্য সংস্থা হ্যাংওভারের কারণে ছুটি দিতে চান না, কিন্তু এই সংস্থা একেবারে অন্যরকম। দিচ্ছে ‘হ্যাংওভার ডে’ নেওয়ার সুবিধা। এই নীতি অনুযায়ী, পার্টি করার পরের দিন কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে না। তাঁরা চাইলে বাড়ি থেকে কাজ করতে পারেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
পার্টি করুন চুটিয়ে ! এবার পার্টিশেষে হ্যাংওভারের জন্য আগামিদিন অফিসে মিলবে ছুটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল