এক কেজি কাঁচা লঙ্কার দাম ১২০০ টাকা! বাজারে আগুন, ঝাল খেতে গিয়ে হাতে ছ্যাঁকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Green chilli: কাঁচা লঙ্কা কিনতে গিয়ে পকেট ফাঁকা। এত টাকা কেজি লঙ্কা শেষ কবে হয়েছে!
advertisement
1/7

ঝাল খেতে গিয়ে হাতে ছ্যাঁকা। পরিস্থিতি এমনই। এপার বাংলার মতো ওপার বাংলাতেও বাজারে আগুন। লঙ্কার দাম আকাশ ছুঁয়েছে।
advertisement
2/7
জানা যাচ্ছে, বাংলাদেশের কোনও বাজারে এক কেজি লঙ্কার দাম ১০০০ টাকা, কোথাও আবার ১২০০ টাকা।
advertisement
3/7
নিম্ন ও মধ্যবিত্তের মাথায় হাত। এমনিতে বাজার দর অনেকটাই বেড়েছে গত কয়েকদিনে। তবে লঙ্কা, আদার দাম যেন আকাঁশ ছুঁয়েছে।
advertisement
4/7
ঈদের আগেও বাংলাদেশে কাঁচা লঙ্কা ৩০০-৩২০ টাকা ছিল বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। ঈদের পর হঠাৎ করেই দাম বেড়েছে। বাংলাদেশের শৈলকূপা বাজারে ১২০০ টাকা কেজি লঙ্কা বিক্রি হয়েছে।
advertisement
5/7
বর্ষার জন্য বেশিরভাগ জমির লঙ্কা নষ্ট হয়েছে। ফলে চাহিদা ও জোগানে সামঞ্জস্য নেই। সেই জন্যই এই মূল্যবৃদ্ধি বলে জানা যাচ্ছে।
advertisement
6/7
চলতি বছর রেকর্ড গরমেও কারণেও লঙ্কার ফলন ভাল হয়নি বলে জানিয়েছেন কৃষি দফতরের অধিকর্তারা।
advertisement
7/7
লঙ্কা কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। দুই বাংলাতেই এখন অবস্থা একই। কবে দাম কমবে, এখনই বলতে পারছেন না আড়তদাররা।