Sheikh Hasina Punishment: বাংলাদেশের শেখ হাসিনা থেকে পাকিস্তানের ভুট্টো, মৃ*ত্যুদণ্ডের শাস্তি হয়েছে বহু রাষ্ট্রপ্রধানের! একনজরে তালিকা
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Sheikh Hasina Punishment: জুলাই হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দেওয়া হয়েছে।
advertisement
1/12

মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। গুলিচালনা সংক্রান্ত সিদ্ধান্তও হাসিনা নিয়েছিলেন বলে আদালতের রায়ে জানা গিয়েছে। (File Photo)
advertisement
2/12
তবে এবারই প্রথম নয় আগেও বহু রাষ্ট্রপ্রধানকে শুনতে হয়েছে মৃত্যুদণ্ডের সাজা, অনেকের মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে। দেখে নিন সেই তালিকা: (Image: File Photo)
advertisement
3/12
সাদ্দাম হোসেন (ইরাক): মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত, প্রাক্তন প্রেসিডেন্টকে ২০০৬ সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। (Image: X)
advertisement
4/12
জুলফিকার আলি ভুট্টো (পাকিস্তান): সাবেক পাক প্রধানমন্ত্রীকে ১৯৭৯ সালে হত্যার ষড়যন্ত্রের দায়ে ফাঁসি দেওয়া হয়। (Image: Wikimedia Commons)
advertisement
5/12
মহম্মদ নাজিবুল্লাহ (আফগানিস্তান): ক্ষমতাচ্যুত হওয়ার পর, তাকে তালেবানরা বন্দি করে, ১৯৯৬ সালে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। (Image: X)
advertisement
6/12
আমির-আব্বাস হোভেইদা (ইরান): সাবেক প্রধানমন্ত্রীকে ১৯৭৯ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। (Image: Wikimedia Commons)
advertisement
7/12
হিদেকি তোজো (জাপান): দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী, তাকে টোকিও ট্রায়ালের পর যুদ্ধাপরাধের জন্য ১৯৪৮ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। (Image: Wikimedia Commons)
advertisement
8/12
বেনিটো মুসোলিনি (ইতালি): দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৯৪৫ সালে বন্দী ও গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। (Image: Wikimedia Commons)
advertisement
9/12
জর্জিওস পাপাডোপোলোস (গ্রিস): ১৯৬৭ সালের সামরিক অভ্যুত্থানের নেতা উচ্চ রাষ্ট্রদ্রোহিতার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হন, পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে কমিয়ে আনা হয়। (Image: Wikimedia Commons)
advertisement
10/12
চুন ডু-হওয়ান (দক্ষিণ কোরিয়া): অভ্যুত্থান এবং গণহত্যায় তার ভূমিকার জন্য ১৯৯৬ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন; তার শাস্তি পরে কমিয়ে আনা হয়। (Image: New York Times)
advertisement
11/12
ফিলিপ পেতেঁ (ফ্রান্স): দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সঙ্গে সহযোগিতার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত হন; তার শাস্তি বয়সের কারণে কমিয়ে আনা হয়। (Image: Wikimedia Commons)
advertisement
12/12
পারভেজ মোশাররফ (পাকিস্তান): ২০১৯ সালে, সাবেক রাষ্ট্রপতি এবং সামরিক শাসককে রাষ্ট্রদ্রোহিতার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যদিও রায়টি পরে বাতিল করা হয়। (Image: Wikimedia Commons)