বীভৎস! ৯ বছর ধরে মেয়েকে ১৮০০ বার ধর্ষণ করল বাবা, রোজ পেটে মারা হত লাথি
Last Updated:
advertisement
1/8

♦ পৈশাচিক, ভয়ঙ্করতম কিংবা ন্যক্করজনক-কোনও বিশেষণই বোধহয় এই ঘটনাটির ক্ষেত্রে খাটে না ৷ এমনি নিন্দনীয় ঘটনার কথা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ সেই খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশ্ব জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে ৷
advertisement
2/8
♦ ঘটনাটি ব্রিসবেনের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত শহর কিঙ্গারয়ে’র ৷ এক ব্যক্তি তাঁর সৎ মেয়েকে গত দশ বছর ধরে প্রায় ১৮০০ বার ধর্ষণ করেছে ৷
advertisement
3/8
♦ ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে ঘটনার কথা জানাজানি হয় ৷ তবে এ বারের গর্ভবতী হওয়ার আগেও নাকি ১৯ বছর বয়সী ওই কিশোরীর যখন ১৫বছর বয়স ছিল তখনও আরও একবার গর্ভবতী হয়ে পড়েছিলেন ৷
advertisement
4/8
♦ সে সময় ওই কিশোরী তাঁর সৎ বাবার এক সন্তানের জন্ম দিয়েছিলেন ৷ কিন্তু প্রশ্ন উঠছে যে এত বছর ধরে ওই কিশোরী ধর্ষিতা হলেন কেন ? তিনি তাঁর মা’কেন জানাননি সে বিষয়ে?
advertisement
5/8
♦ এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তাঁর মা চাকরির জন্য আলাদা জায়গায় থাকতেন ৷ আর সেই সুযোগ নিয়ে ৪১ বছর বয়সী ওই ব্যক্তি তাঁর সৎ মেয়েকে ধর্ষণ করতেন ৷
advertisement
6/8
♦ কিন্তু কখনও ওই কিশোরী মুখ খুলতে পারেননি খুন হয়ে যাওয়ার ভয়ে ৷ এমনকী প্রতিবার তাঁকে ধর্ষণ করার পর তাঁর পেটে জোরে জোরে লাথি মারতেন তাঁর সৎ বাবা ৷ অত্যাচার করা হত নৃশংসভাবে ৷
advertisement
7/8
♦ একটা সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই কিশোরী ৷ কিন্তু শেষ পর্যন্ত ওই কিশোরীর মা গোটা ঘটনাটি জানাজানি হয়ে যেতে তাঁর মা পুলিশে অভিযোগ দায়ের করেন ৷
advertisement
8/8
♦ আদালতে এই বিষয়ে মামলা উঠলে নৃশংসভাবে অত্যাচার ও ধর্ষণের অপরাধে ধর্ষণকারীকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷