TRENDING:

Eugene Shoemaker buried on the Moon: এই বিজ্ঞানীই পৃথিবীর একমাত্র মানুষ যাঁর অস্থিভস্ম মিশেছে চাঁদের মাটিতে

Last Updated:
Eugene Shoemaker buried on the Moon: নশ্বরদেহে চাঁদে পৌঁছতে না পারলেও অবিনশ্বরভাবে চাঁদের মাটিতে শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন বিজ্ঞানী ইউজিন শুমেকার
advertisement
1/12
জীবিত অবস্থায় পারেননি, মৃত্যুর পর চাঁদের মাটিতে পৌঁছন একমাত্র এই বিজ্ঞানী
আজীবন স্বপ্ন ছিল একদিন চাঁদের মাটিতে পা রাখবেন৷ কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল৷ নশ্বরদেহে চাঁদে পৌঁছতে না পারলেও অবিনশ্বরভাবে চাঁদের মাটিতে শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন বিজ্ঞানী ইউজিন শুমেকার৷ তিনিই একমাত্র পৃথিবাবাসী যাঁর অস্থিভস্ম বিলীন হয়ে গিয়েছে চাঁদের মাটিতে৷
advertisement
2/12
চাঁদে প্রথম বার মানুষের পৌঁছনর অভিযানে ইউজিন ছিলেন সম্ভাব্য একজন অভিযাত্রী৷ তিনিও নিশ্চিত ছিলেন পৃথিবী থেকে চাঁদের মাটিতে পা রাখা বিজ্ঞানীদের মধ্যে তিনিও একজন হতে চলেছেন৷ কিন্তু তাঁর সব আশা তাসের ঘরের মতো ভেঙে পড়ে৷
advertisement
3/12
অ্যাড্রিনালিন গ্রন্থির অসুখের জন্য তিনি মনোনীত হননি চন্দ্র অভিযানের অভিযাত্রী দলে। ১৯৬৯-এর জুলাই মাসে নাসা-র কার্যালয়ে বসে বাইরে থেকেই চাঁদের পিঠে মানুষের প্রথম ঐতিহাসিক পদচারণার সাক্ষী ছিলেন এই যজ্ঞের অন্যতম ঋত্বিক ইউজিন শুমেকার।
advertisement
4/12
কিন্তু এই স্বপ্নভঙ্গের পরও হতাশায় বিজ্ঞানচর্চা থেকে নিবৃত্ত হননি শুমেকার৷ বরং আরও বেশি করে নিজেকে ডুবিয়ে দিয়েছেন জ্ঞান অন্বেষণে৷ জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞানার্জনই ছিল তাঁর একমাত্র লক্ষ্য৷
advertisement
5/12
আমেরিকার ক্যালিফর্নিয়ায় ১৯২৮ সালের ২৮ এপ্রিল জন্ম ইউজিন শুমেকারের৷ আদতে পেশায় ভূতাত্ত্বিক শুমেকারের কাজের ফলে জন্ম হয়েছিল বিজ্ঞানচর্চার নতুন শাখা, প্ল্যানেটরি সায়েন্স বা প্ল্যানেটোলজি৷ শুমেকারের এই খ্যাতির পিছনে তাঁর স্ত্রীর অবদানও অনস্বীকার্য৷
advertisement
6/12
১৯৫১ সালে বন্ধু রিচার্ডের বোন ক্যারোলিনকে বিবাহ করেন ইউজিন। দীর্ঘ বিবাহিত জীবন কাটানোর পর স্বামী শুমেকারের উৎসাহে নতুন করে পড়াশোনা শুরু করেন ক্যারোলিন৷ অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করে তিনি প্রতিষ্ঠিত হন প্ল্যানেটরি অ্যাস্ট্রোনমারের ভূমিকায়৷
advertisement
7/12
বিজ্ঞানী দম্পতি ইউজিন ও ক্যারোলিনের যৌথ গবেষণায় আবিষ্কৃত হয়েছে ৭১টি ধূমকেতু এবং ৮০০ গ্রহাণু৷ ১৯৯৩ সালে বন্ধু বিজ্ঞানী ডেভি, স্ত্রী ক্যারোলিনের সঙ্গে গবেষণায় একটি ধূমকেতু আবিষ্কার করেন ইউজিন। এই আবিষ্কারের নামকরণ হয় শুমেকার লেভি-৯।
advertisement
8/12
ইউজিন শুমেকারের গণনা সত্যি প্রমাণ করে এই ধূমকেতু বৃহস্পতি গ্রহে আছড়ে পড়ে ১৯৯৪ সালের ১৬ জুলাই৷ সে সময় সারা বিশ্বে বহু চর্চিত ছিল বিজ্ঞানী ইউজিন শুমেকারের নাম ও কাজ৷
advertisement
9/12
উল্কাপিণ্ড বা ধূমকেতুর আঘাতে পৃথিবীর বুকে যে বিশাল গহ্বর বা ক্রেটার সৃষ্টি হয়, তার অনুসন্ধান ও চর্চা করা ছিল শুমেকারের মূল গবেষণা ও কাজের বিষয়৷ সে কাজের অংশ হিসেবেই ১৯৯৭ সালের জুলাই মাসে স্ত্রী ক্যারোলিনকে নিয়ে উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হওয়া নতুন গহ্বরের সন্ধানে তিনি গিয়েছিলেন পশ্চিম অস্ট্রেলিয়ার ট্যানামি ট্র্যাকে৷
advertisement
10/12
প্রত্যন্ত ও পাণ্ডবর্জিত ট্যানামি ট্র্যাকে তাঁদের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ির৷ দুর্ঘটনায় নিহত হন ইউজিন শুমেকার৷ গুরুতর আহত হন তাঁর স্ত্রী৷ ইউজিনের প্রয়াণের পর তাঁর ঘনিষ্ঠ সহযোগী বিজ্ঞানী ক্যারোলিন পোর্সো ঠিক করেন, জীবিত অবস্থায় যেতে না পারলেও মৃত্যুর পরে চাঁদে পৌঁছবেন এই বিজ্ঞানী।
advertisement
11/12
শুমেকারের দেহ দাহ করে সংগ্রহ করা হল ভস্ম। একটি পলি কার্বোনেটের ক্যাপসুলে পিতলের পাত্রে রাখা হয় সেই ভস্ম৷ আধারের গায়ে লেখা হয় বিজ্ঞানীর নাম, পরিচয়, জন্ম ও মৃত্যুর দিন এবং উইলিয়ম শেক্সপিয়েরর কালজয়ী অমর সৃষ্টি ‘রোমিও জুলিয়েট’-এর একটি অংশ৷ নাসা-র মহাকাশযান লুনার প্রসপেক্টরে রাখা হয় ভস্মপূর্ণ সেই আধার৷
advertisement
12/12
১৯৯৮ সালে চাঁদের উদ্দেশে যাত্রা করে লুনার প্রসপেক্টর ৷ ১৯৯৯ সালের ৩১ জুলাই চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি ক্রেটার বা গহ্বরে ক্র্যাশ ল্যান্ডিং করানো হয় ‘লুনার প্রসপেক্টর’-কে। বিস্ফোরণের অভিঘাতে প্রসপেক্টর থেকে বেরিয়ে পড়ে ক্যাপসুল। পৃথিবীর একমাত্র উপগ্রহের ভূমিতে বিলীন হয়ে যায় ইউজিন শুমেকারের চিতাভস্ম। দেশ-কাল-সময়ের বেড়াজাল ভেঙে চিরকালের জন্য৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Eugene Shoemaker buried on the Moon: এই বিজ্ঞানীই পৃথিবীর একমাত্র মানুষ যাঁর অস্থিভস্ম মিশেছে চাঁদের মাটিতে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল