Tornado Strikes Mississippi: যেন সাক্ষাৎ যমদূত! টর্নেডোয় লন্ডভন্ড চারিদিক, চুরমার শহর, মৃত ২৩, মৃত্যুপুরী মিসিসিপি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Tornado Strikes Mississippi: স্থানীয় মানুষের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা এমন ঝড় কোনওদিন দেখেননি৷
advertisement
1/5

একটি টর্নেডোয় কয়েক মুহূর্তের ব্যবধানে ধ্বংসস্তুপে পরিণত হল একটি শহর৷ আমেরিকার মিসিসিপি প্রদেশে একটি টর্নেডো ধ্বংস করে দিল শহরের সমস্ত দিক৷ মোট ১৬০ কিলোমিটার এলাকায় এই ধ্বংসলীলা চলল৷ (ছবি - ট্যুইটার)
advertisement
2/5
স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনায় মোট ২৩ জনের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত ধ্বংসস্তুপের মধ্যে থেকে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা৷ এখনও ২০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন৷ (্প্রতীকী ছবি)
advertisement
3/5
প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, এখনও প্রাথমিক মৃত্যুর খবর এসেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ সিএনএনের তরফ থেকে যে রিপোর্ট করা হয়েছে, তাতে বলা হয়েছে ১৭০০ মানুষ এই ঝড়ের প্রভাবে প্রভাবিত হয়েছেন৷ (্প্রতীকী ছবি)
advertisement
4/5
স্থানীয় মানুষের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা এমন ঝড় কোনওদিন দেখেননি৷ মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে৷ কয়েকজন ফেঁসে গিয়েছিলেন ভীষণ ঝড়ের পর, ধ্বংসস্তুপের মধ্যে৷ তাঁদের উদ্ধার করেছেন স্থানীয়রা৷ (্প্রতীকী ছবি)
advertisement
5/5
এর আগে ২০১১ সালে মিসৌরীতে এমনই ভয়াল এক টর্নেডোর তাণ্ডব চলেছিল৷ সেখানে মৃত্যু হয়েছিল ১৬১ জনের৷ ছবিতে দেখা গিয়েছে, কী ভয়ানক ঝড়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বাড়ি ঘর৷ (্প্রতীকী ছবি)