TRENDING:

America Strikes Iran: ‘ফরডো শেষ!’...১টা নয়, ২ টো নয়, ৬ ছ’টা ‘বাঙ্কার বাস্টার’! ইরানকে গুঁড়িয়ে দিতে GBU-57,সেই গোপন অস্ত্র বের করল ট্রাম্প

Last Updated:
বিশেষজ্ঞেরা বলছেন, এই ফরডো পরমাণু কেন্দ্রকে ভেঙে তছনছ করে দিতে পারে আমেরিকার বাঙ্কার বাস্টার৷ পরমাণু শক্তিধর ইরানের পরমাণু শক্তিকেই শেষ করে দিতে চায় ট্রাম্প৷ তাই বেছে বেছে নিউক্লিয়ার সাইটেই হামলা আমেরিকার অন্যতম নন নিউক্লিয়ার অর্থাৎ, অপারমাণবিক শক্তিধর বোমা দিয়ে৷ আমেরিকার হামলা নিঃসন্দেহে আরও ভয়ঙ্কর দিকে গড়িয়ে দিল ইজরায়েল ইরান যুদ্ধকে৷ এখন পরবর্তী ঘটনাবলি কী হয়, সেটাই দেখার৷
advertisement
1/9
GBU-57!...১টা নয়, ২ টো নয়, ৬ ছ’টা, শেষমেশ সেই গোপন অস্ত্র বেরই করল ট্রাম্প
গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল৷ নিজের জন্য হপ্তা দুই ডেডলাইনও দিয়ে রেখেছিলেন ট্রাম্প৷ কিন্তু, রবিবারের সকালটা শুরু হয়ে গেল যুদ্ধের বড় খবর দিয়ে৷ ইজরায়েল-ইরানের যুদ্ধে এবার সরাসরি ঢুকে পড়ল আমেরিকা৷ ট্রাম্প জানিয়ে দিল, ‘ইরানের মাথার মুকুট,ফরডো, শেষ৷’ pic reuters
advertisement
2/9
নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প লেখেন, ‘ইরানের তিন নিউক্লিয়ার সাইট ফরডো, নাতানজ এবং ইসফাহানে সফল অ্যাটাক সম্পূর্ণ করেছি৷ আমেরিকার সব প্লেন এখন নিরাপদে ইরান এয়ারস্পেসের বাইরে চলে এসেছে৷ ফরডোতে বিশাল পরিমাণে বোমা ফেলা হয়েছে৷ ফরডো শেষ৷’ পাল্টা ইরানও জানিয়ে দিয়েছে, এবার তাদের পালা৷ ওই এলাকায় থাকা সমস্ত মার্কিন ঘাঁটি এখন ওদের টার্গেট৷
advertisement
3/9
এর পরে ৩ মিনিটের জন্য দেশকে দেওয়া ভাষণে হুঁশিয়ারির সুরে ট্রাম্প জানিয়েছেন, ‘হয় পিস নয়, ট্র্যাজেডি৷ শান্তি যদি সহজে না আসে, তাহলে আমরা আরও টার্গেট তৈরি করে রেখেছি৷’ ফক্স নিউজকে দেওয়া একটি টেলিফোনিক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ফরডোর পরমাণু কেন্দ্রে বিপুল বোমা সহ ৬টা বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে৷ আর ৩০ টা টোমাহক মিসাইল ফেলা হয়েছে অন্যান্য নিউক্লিয়ার সাইটে৷ ছবিতে -টোমাহক
advertisement
4/9
জল্পনা চলছিলই, ইরান ইজরায়েলের যুদ্ধে সরাসরি মাঠে নামলে নিজের সিক্রেট উইপেন ‘বাঙ্কার বাস্টার’ ব্যবহার করবে ট্রাম্প৷ কী এই অত্যাধুনিক অস্ত্র? কতটা বিধ্বংসী৷ পাহাড়ের নীচে গুহার আড়ালে কংক্রিট, স্টিলের মোটা দেওয়ালের আড়ালে তৈরি করা ইরানের পরমাণু কেন্দ্রকে সত্যিই কি ধ্বংস করে দিতে পারে এই ‘বাঙ্কার বাস্টার’?
advertisement
5/9
ট্রাম্পের এই ব্রহ্মাস্ত্রের নাম GBU-57/B৷ আমেরিকার সেনা ইঞ্জিনিয়ারদের হাতে তৈরি এই বিশেষ বোমা মাটির গভীরে থাকা চওড়া কংক্রিটের দেওয়াল ওয়ালা বাঙ্কারকেও উড়িয়ে দিতে পারে বলে জানা যায়৷ মাটি, পাথর ফুঁড়ে পৌঁছে যেতে পারে ৬১ মিটার গভীরে৷ তারপরেই বিস্ফোরণ৷
advertisement
6/9
ডাক নাম বাঙ্কার বাস্টার, আর ভাল নাম, ম্যাসিভ অর্ডান্স পেনিট্রেটরস (MOPS)৷ এই বোমা একেবার নির্দিষ্ট টার্গেটে মাটি, পাথর, কংক্রিট ভেদ করে লক্ষ্যের বাঙ্কারে হামলা চালাতে পারে৷ বোমার বিস্ফোরণও হয় মাটির নীচেই৷ প্রায় ৫০০০ কেজি বোমা বওয়ার ক্ষমতা রয়েছে এই অস্ত্রের৷ U.S. Air Force B-2 Spirit bomber, reuters
advertisement
7/9
সর্বাধুনিক বাঙ্কার বাস্টার GBU-57A/B বোমা তৈরি স্টিল অ্যালয় দিয়ে৷ ফেলা হয় বড় যুদ্ধ বিমান থেকে৷ এতে থাকা GPS একে পৌঁছে দেয় নির্দিষ্ট টার্গেটে৷ মাটির যত কাছাকাছি যায়, ততই বাড়ে তার গতিবেগ৷ ফলে মাটি ছোঁয়া মাত্র বিরাট বড় দৈত্যাকার পেরেকের মতো পাথুরে জমি, কংক্রিটের দেওয়াল ফুঁড়ে পৌঁছে যায় লক্ষ্যের বাঙ্কারে৷ তারপর বিস্ফোরণ ঘটায়৷ graphic- bbc
advertisement
8/9
নাতানজ পরমাণু কেন্দ্রের মতোই তবে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফেসিলিটি সাইট এই ফরডো৷ তেহরান থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে থাকা এই ফরডো পরমাণু কেন্দ্রও লুকিয়ে রয়েছে পাহাড়ে পাথুরে জমির ৮০-৯০ মিটার গভীরে তৈরি করা বাঙ্কারে৷ ট্রাম্প জানিয়েছেন, একটা নয়, ২ টো নয়, ৬টা বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে এদিনের অপারেশনে৷ ফরডোতে যদি একাধিক বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তা ভালভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
advertisement
9/9
বিশেষজ্ঞেরা বলছেন, এই ফরডো পরমাণু কেন্দ্রকে ভেঙে তছনছ করে দিতে পারে আমেরিকার বাঙ্কার বাস্টার৷ পরমাণু শক্তিধর ইরানের পরমাণু শক্তিকেই শেষ করে দিতে চায় ট্রাম্প৷ তাই বেছে বেছে নিউক্লিয়ার সাইটেই হামলা আমেরিকার অন্যতম নন নিউক্লিয়ার অর্থাৎ, অপারমাণবিক শক্তিধর বোমা দিয়ে৷ আমেরিকার হামলা নিঃসন্দেহে আরও ভয়ঙ্কর দিকে গড়িয়ে দিল ইজরায়েল ইরান যুদ্ধকে৷ এখন পরবর্তী ঘটনাবলি কী হয়, সেটাই দেখার৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
America Strikes Iran: ‘ফরডো শেষ!’...১টা নয়, ২ টো নয়, ৬ ছ’টা ‘বাঙ্কার বাস্টার’! ইরানকে গুঁড়িয়ে দিতে GBU-57,সেই গোপন অস্ত্র বের করল ট্রাম্প
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল