TRENDING:

Trump on tariff: ভারতকেও ছাড়ল না! ‘ওদেরও মূল্য দিতে হবে...,’ এত বন্ধুত্ব তা-ও চাপাচ্ছে ১০% অতিরিক্ত শুল্ক? ইন্ডিয়াকেও ট্রাম্পের ট্যারিফ হুমকি

Last Updated:
ট্রাম্প জানিয়েছে, ১০% সারচার্জ সেইসব দেশগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা আনুষ্ঠানিকভাবে ব্রিকস-এ যোগদান করছে বা সক্রিয়ভাবে নিজেদেরকে সংযুক্ত করছে।
advertisement
1/7
ভারতকেও ছাড়ল না! ‘ওদেরও মূল্য দিতে হবে...,’ এত বন্ধুত্ব তা-ও চাপাচ্ছে ১০% অতিরিক্ত শুল্ক?
আবারও শুল্ক হুমকি! ট্রাম্পের ট্যারিফ নীতি যেন রোজই কিছু না কিছু নতুন ভেল্কি দেখাচ্ছে৷ এবার ভারত, বাংলাদেশ, চিন-সহ ‘ব্রিকস’ গোষ্ঠীভুক্ত দেশগুলির উদ্দেশ্যে নতুন ট্যারিফ নীতি ঘোষণা করে চিঠি প্রকাশ করেছে হোয়াইট হাউজ৷ সেই চিঠিতেও রয়েছে ট্রাম্পের প্রচ্ছন্ন হুমকি৷ এমনকি, ভারতের উদ্দেশ্যেও৷
advertisement
2/7
মঙ্গলবার ট্রাম্প তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়ে দাবি করেন, আমেরিকার ক্ষতি করার জন্য, ডলারকে দুর্বল করার জন্যই তৈরি হয়েছিল ব্রিকস৷ তিনি আমেরিকার ক্ষতি কিছুতেই হতে দেবেন না৷ খুব শীঘ্রই ‘ব্রিকস্‌’-এর সদস্য দেশগুলিকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে! তাঁর দাবি,‘‘যদি তারা ব্রিকস্‌-এ থাকে তবে অবশ্যই তাদের ১০ শতাংশ শুল্ক দিতে হবে। আমাদের ক্ষতি করা, ডলারের অবক্ষয় ঘটানোর জন্য ব্রিকস্‌ তৈরি হয়েছিল।’’
advertisement
3/7
তার পরেই মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ‘‘যদি তারা (ব্রিকস্‌ সদস্যেরা) সেই খেলা খেলতে চায়, আমিও খেলতে প্রস্তুত!’’ তাঁর স্পষ্ট বার্তা, ‘‘কেউ যদি ডলারের চ্যালেঞ্জ করতে চায়, তবে তাদের মূল্য দিতে হবে।’’
advertisement
4/7
বিশ্বব্যাপী অর্থায়নে ডলারের আধিপত্য রক্ষার প্রতি তাঁর অঙ্গীকার আবার করে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন, "ডলারই রাজা। আমরা এটাকে এভাবেই ধরে রাখব। যদি কেউ বিষয়টাকে চ্যালেঞ্জ করতে চায়, তারা তা করতে পারে। কিন্তু তাদের এর জন্য বড় মূল্য দিতে হবে। আমার মনে হয় না তাদের কেউই সেই মূল্য দিতে চায়।"
advertisement
5/7
ট্রাম্প জানিয়েছে, ১০% সারচার্জ সেইসব দেশগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা আনুষ্ঠানিকভাবে ব্রিকস-এ যোগদান করছে বা সক্রিয়ভাবে নিজেদেরকে সংযুক্ত করছে।
advertisement
6/7
এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ‘ব্রিকস’ গোষ্ঠীভুক্ত দেশ ভারতের উপরে কী প্রভাব পড়তে চলেছে ট্রাম্পের এই সিদ্ধান্তের? ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে আমেরিকার। তবে এখনও তা চূড়ান্ত হয়নি। যদিও ট্রাম্প আশাবাদী, খুব তাড়াতাড়ি এই নিয়ে ঘোষণা হয়ে যাবে।
advertisement
7/7
বাণিজ্যচুক্তি হলেও কি ভারতকে ১০ শতাংশ শুল্ক গুনতে হবে না কি অন্যপথে হবে সমাধান? সে বিষয়টি অবশ্য এখনই স্পষ্ট নয়৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Trump on tariff: ভারতকেও ছাড়ল না! ‘ওদেরও মূল্য দিতে হবে...,’ এত বন্ধুত্ব তা-ও চাপাচ্ছে ১০% অতিরিক্ত শুল্ক? ইন্ডিয়াকেও ট্রাম্পের ট্যারিফ হুমকি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল