নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
অনেকদিন ধরেই তিনি নিজেই দাবি করেন, তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত৷ বিশ্বে শান্তি স্থাপনের জন্য৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতাও কম হয়নি৷ এ বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
advertisement
1/6

অনেকদিন ধরেই তিনি নিজেই দাবি করেন, তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত৷ বিশ্বে শান্তি স্থাপনের জন্য৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতাও কম হয়নি৷ এ বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
advertisement
2/6
নরওয়ের এক সাংসদ ২০২১ সালে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন৷ তাঁর বক্তব্য, ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে শান্তি চুক্তি সহ একাধিক ক্ষেত্রে শান্তি স্থাপনে ভূমিকা নিয়েছেন ট্রাম্প৷ তাই তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত৷
advertisement
3/6
নোবেল শান্তি পুরস্কারের জন্য কয়েক হাজার ব্যক্তি নিজের পছন্দের নাম মনোনীত করতে পারেন৷ এর মধ্যে রয়েছেন সরকার বা সংসদের সদস্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা প্রাক্তন নোবেলজয়ী৷
advertisement
4/6
ট্রাম্পের নোবেল মনোনয়নের বিষয়ে অবশ্য কোনও রকম প্রতিক্রিয়া দিতে চায়নি নরওয়ের নোবেল কমিটি৷ নরওয়ের তাইব্রিং জেড্ডে নামে ওই সাংসদ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, 'ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে শান্তিস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ট্রাম্প৷ দুর্দান্ত একটি চুক্তি৷'
advertisement
5/6
নরওয়ের এই সাংসদই ২০১৯ সালেও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন৷ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টার জন্য৷
advertisement
6/6
গত বছর ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়া ও সিরিয়ায় কাজের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য৷ কিন্তু হয়তো কোনও দিনও পাবেন না৷ প্রসঙ্গত, ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷