Donald Trump Disease: Donald Trump Disease: পা ফুলে টইটম্বুর...শিরার জটিল রোগ ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’তে আক্রান্ত ট্রাম্প! কতটা ভয়ঙ্কর এই রোগ? উপসর্গই বা কী?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিটের একটি বিবৃতি পড়ে শোনান আমেরিকার প্রেস সচিব ক্যারোলিন লেভিট৷ সেখানে ট্রাম্পের চিকিৎসক ক্যাপ্টেন স্যঁ বারবাবেলা জানিয়েছেন, ৭৯ বছর বয়সি ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামের একটি রোগ হয়েছে৷
advertisement
1/8

আমেরিকা: ১৩ জুলাইয়ের ঘটনা৷ নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে FIFA Club World Cup দেখতে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তখনই প্রথম সামনে আসে ছবিটা৷ হাতের নীল ফোলা শিরা৷ হেভি মেক আপের আড়ালে লুকনো৷ কালো মোজা পরা ফোলা পা কার্যত বেরিয়ে আসছে জুতো থেকে৷
advertisement
2/8
এখানেই শেষ নয়৷ ওই দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে ট্রাম্পকে৷ তারপর থেকেই আমেরিকা তো বটেই, আন্তর্জাতিক স্তরেও শুরু হয়ে গিয়েছিল জল্পনা৷ তাহলে কি ট্রাম্প গুরুতর অসুস্থ? পা ফুলে ওরকম টইটম্বুর কেন? হাতেই বা ওটা কী নীল দাগ? পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছয় যে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বিবৃতি জারি করতে হয় হোয়াইট হাউসকে৷
advertisement
3/8
হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিটের একটি বিবৃতি পড়ে শোনান আমেরিকার প্রেস সচিব ক্যারোলিন লেভিট৷ সেখানে ট্রাম্পের চিকিৎসক ক্যাপ্টেন স্যঁ বারবাবেলা জানিয়েছেন, ৭৯ বছর বয়সি ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামের একটি রোগ হয়েছে৷
advertisement
4/8
ট্রাম্পের চিকিৎসকের দাবি, এই রোগ তেমন গুরুতর নয়৷ বয়সজনিত কারণে ৭০ বছর পেরিয়ে গেলে অনেকেরই এমন সমস্যা দেখা দিতে পারে৷ কিন্তু, জানেন কি ঠিক কী হয় এই রোগে?
advertisement
5/8
‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামক এই রোগে শিরার কর্মক্ষমতা কমে যায়৷ ধমনীর ভালভ দুর্বল হয়ে পড়ে৷ ফলে শিরা-ধমনীর মতো রক্তবাহে ফ্লুইড বা রক্ত জমাট বাঁধতে শুরু করে৷ বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়৷
advertisement
6/8
এই রোগের মূল উপসর্গগুলির মধ্যে রয়েছে, ফোলা পা, গোড়ালিতে ফোলাভাব, পায়েতে টান ধরা, শিরা ফুলে নীল হয়ে যাওয়া, যন্ত্রণা এবং ত্বকের রং বদলে যাওয়া৷
advertisement
7/8
লেভিট জানিয়েছেন, গত সপ্তাহ ট্রাম্পের পায়ের নীচের সামান্য ফোলাভাব দেখা দিয়েছিল৷ তার জন্য তাঁর ভেনাস ড্রপলার টেস্ট করানো হয়৷ তাতেই সামনে আসে এই রোগ৷ তবে ডাক্তারি পরীক্ষায় ট্রাম্পের শরীরে ডিপ ভেন থ্রম্বোসিস আর ধমনীতে রক্তজমাট বাঁধার কোনও সমস্যা দেখা যায়নি৷ ট্রাম্পের হৃদরোগ এবং কিডনি সংক্রান্ত কোনও সমস্যা নেই বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউসের তরফে৷
advertisement
8/8
বলা হয়েছে অতিরিক্ত ওজন কমিয়ে একটু শরীর সচল রাখতে পারলেই ভাল থাকবেন ট্রাম্প৷ এই রোগের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তাঁর প্রাত্যহিক দায়িত্ব পালনে কোনও সমস্যা থাকবে না বলে বার্তা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে৷