TRENDING:

Donald Trmup on Third World War: 'তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই', হঠাৎ 'ভবিষ্যদ্বাণী' ডোনাল্ড ট্রাম্পের! কোন কোন দেশের যুদ্ধ লাগবে? শুনে চমকে উঠবেন

Last Updated:
Donald Trmup on Third World War: ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ কারও জন্যই লাভজনক কিছু হবে না। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব একটা দূরে নেই।’
advertisement
1/6
'তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই', হঠাৎ 'ভবিষ্যদ্বাণী' ডোনাল্ড ট্রাম্পের!
'তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই।' হঠাৎ এমনই মন্তব্য করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আমেরিকার মিয়ামিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটা বলেন তিনি। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে তাতে অংশ নেবে না আমেরিকা।
advertisement
2/6
ট্রাম্প বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ কারও জন্যই লাভজনক কিছু হবে না। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব একটা দূরে নেই।’ তবে এমন আশঙ্কার কারণ কী, সেই ব্যাখ্যা অবশ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।
advertisement
3/6
ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধগুলি বন্ধেরও আশ্বাস দেন। তিনি বলেন, ‘এই নির্বোধ যুদ্ধগুলো আমরা থামাতে চলেছি। আগামী দিনে আমরা যে কারও চেয়ে শক্তিশালী হয়ে উঠব। যদি সত্যি সত্যি যুদ্ধ বাঁধে, কেউ আমাদের ধারেকাছে ঘেঁষতে পারবে না। তবে আমি মনে করি, যুদ্ধ বাঁধবে না।’
advertisement
4/6
নিজের বক্তব্যের এক পর্যায়ে নিজের দূরদৃষ্টির প্রশংসা নিজেই করেন ট্রাম্প। তিনি তাঁর ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের কথা বলতে গিয়ে বলেন, ‘ইলন বলেছেন ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা, তা একদম ঠিক। এটা দুঃখের যে, বহু বাবা-মা তাঁদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাঁদের বাবা-মাকে হারাল।’
advertisement
5/6
গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাস্প। তিনি এমন কথাও বলেছেন, ‘জেলেনস্কি সরে না দাঁড়ালে পৃথিবীর কোনও দেশে তাঁর ঠাঁই হবে না।’
advertisement
6/6
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তিনি (ট্রাম্প) এখন রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করেন।’ জেলেনস্কির ওই বক্তব্যের পরই তাঁকে স্বৈরাচারী বলেন ট্রাম্প।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Donald Trmup on Third World War: 'তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নেই', হঠাৎ 'ভবিষ্যদ্বাণী' ডোনাল্ড ট্রাম্পের! কোন কোন দেশের যুদ্ধ লাগবে? শুনে চমকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল