এবার প্রাণঘাতী ‘অজানা নিউমোনিয়া’–র হামলা! বিশ্বকে সতর্ক করল চিন
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সারা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কোটির পরিমাণ। মৃত্যুও হয়েছে পাঁচ লক্ষের বেশি মানুষের।
advertisement
1/5

• এরমধ্যেই এক নতুন ধরনের নিউমোনিয়ার সন্ধান পাওয়া গিয়েছে। যদিও, সেই রোগটি ঠিক কী, তা এখনও বোঝা যায়নি। শোন যাচ্ছে, এই রহস্যজনক নিউমোনিয়া নাকি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ানক। (প্রতীকী ছবি)
advertisement
2/5
• আর সেই নিয়েই সতর্ক করেছে চিন। এই নতুন রোগের সন্ধান মিলেছে কাজাখাস্তানে। সেখানে হাজারের ওপর মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। (প্রতীকী ছবি)
advertisement
3/5
• রহস্যজনক এই নিউমোনিয়া নিয়ে চিনের সতর্কবার্তা অবশ্য উড়িয়ে দিয়েছে কাজাখাস্তান। যদিও সে দেশের রাষ্ট্রপতি জানিয়েছেন, মোট ২৮ হাজার নিউমোনিয়া রোগী হাসাপতালে ভর্তি যাঁদের করোনা সংক্রমণ হয়নি। (প্রতীকী ছবি)
advertisement
4/5
• আর এই রোগের মৃত্যুর হারও অত্যাধিক বেশি। একটি ছবিতে দেখা গিয়েছে, এই দেশের প্রধান শহর আলমাটির একটি মর্গের বাইরে মৃতদেহ সংগ্রহ করার জন্য লোকে ভিড় করেছে। (প্রতীকী ছবি)
advertisement
5/5
• সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত কাজাখাস্তান সরকার এই ভাইরাসকে চিহ্নিত করতে গবেষণা চালাচ্ছে, তবে এখনও সেটিকে চিহ্নিত করা যায়নি। (প্রতীকী ছবি)