TRENDING:

Cyclone Chido Update: ৯০ বছরে এমন বীভৎস ঘূর্ণিঝড় কেউ দেখেনি! প্রাণ গেল হাজারেরও বেশি...দুর্যোগের শব্দ ছাপিয়ে হাহাকার!

Last Updated:
Cyclone Chido Update: ১২৪ মাইল বেগে ঝোড়ো বাতাস বইছে। ফরাসি আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় চিডো ভারত মহাসাগরে ফরাসি উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। দেখুন আপডেট।
advertisement
1/8
৯০ বছরে এমন বীভৎস 'ঝড়' কেউ দেখেনি! প্রাণ গেল হাজারেরও বেশি... চারিদিকে হাহাকার!
সাইক্লোন চিডো সর্বশেষ আপডেট: মারাত্বক এই সাইক্লোন প্রাণ কেড়েছে ১০০০ মানুষের! দুর্যোগের মাঝে চলছে উদ্ধারকাজ। ধ্বংস হয়ে গিয়েছে গোটা এলাকা। বড়িঘর তছনচ। স্থানে স্থানে রাস্তায় এবং গাড়িতে গাছ পড়ে ক্ষতবিক্ষত শহর। সরকারকে এই এলাকায় পুনর্বাসনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
advertisement
2/8
সাইক্লোন চিডো ফরাসি দ্বীপ মায়োতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ভারত মহাসাগরে জন্ম নেওয়া এই ঘূর্ণিঝড় আফ্রিকার উপকূলে দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরে অবস্থিত মায়োত শহরকে ধ্বংস করেছে, যা ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এলাকা।
advertisement
3/8
ফরাসি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এক হাজারের বেশি মানুষ মারা গেছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জানা গেছে। গাছ ও খুঁটি উপড়ে পড়ে রাস্তার ওপর পড়ে আছে। এই ঝড়টি ১৪ ডিসেম্বর এলাকায় আছড়ে পড়ে। যার প্রভাবে গত দুই দিন ধরে প্রবল বৃষ্টি ও প্রবল ঝোড়ো বাতাস তাণ্ডব চালাচ্ছে।
advertisement
4/8
ফ্রান্সের আবহাওয়া বিভাগ এই ঝড়কে ৯০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় বলে বর্ণনা করেছে। ১২৪ মাইল বেগে বাতাস বইছে। ফরাসি আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় চিডো ভারত মহাসাগরে ফরাসি উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।
advertisement
5/8
২০০ কিলোমিটার প্রতি ঘন্টা (124 মাইল প্রতি ঘন্টা) বেগে ঝোড়ো বাতাস বইছে। ফরাসি সরকার ওষুধ, জল, খাদ্য সামগ্রী সহ মায়োতে ত্রাণ দল পাঠিয়েছে।
advertisement
6/8
মায়োতে খাবার, জল ও স্যানিটেশনের সংকট থাকায় সরকারের উদ্বেগ বেড়েছে। ঝোড়ো হাওয়ায় অস্থায়ী বাসস্থান, সরকারি ভবন ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। চিডো উত্তর মোজাম্বিকের কাবো ডেলগাডো এবং নামপুলা প্রদেশেও আঘাত হানে। মায়োতের পরিস্থিতি দেখে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফ্রান্সকে দ্বীপ পুনরুদ্ধারের জন্য সম্ভাব্য সব ধরনের আর্থিক ও শারীরিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।
advertisement
7/8
ক্ষতিগ্রস্থ হওয়া এই মায়োত দ্বীপ ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে অবস্থিত, সমুদ্রপথে পৌঁছাতে ৪ দিন সময় লাগে। এই শহরটি ফ্রান্সের বাকি অংশের তুলনায় অনেক দরিদ্র এবং কয়েক দশক ধরে গৃহযুদ্ধ, সহিংসতা এবং সামাজিক অস্থিরতার সাথে লড়াই করছে।
advertisement
8/8
চলতি বছরের শুরুতে মায়োতে জলের সংকট দেখা দেয়। ফরাসি বিদেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন যে মায়োতে মৃতের সংখ্যা বাড়তে পারে। যেহেতু এটি মুসলিমপ্রধান শহর তাই মৃতদেহ ২৪ ঘণ্টার মধ্যে সমাহিত করা হয়। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Cyclone Chido Update: ৯০ বছরে এমন বীভৎস ঘূর্ণিঝড় কেউ দেখেনি! প্রাণ গেল হাজারেরও বেশি...দুর্যোগের শব্দ ছাপিয়ে হাহাকার!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল