আপনার প্রিয়জনের আত্মা এখন ঠিক কোথায় আছে ? এবার ফোনের মাধ্যমেই তা জানতে পারবেন--
Last Updated:
advertisement
1/4

মৃত্যুর পর ঠিক কী হয়? মানুষ কোথায় যায়? এই নিয়ে আলোচনা-পর্যালোচনা, তর্ক-বিতর্কের কোনও শেষ নেই! অনেক বিশেষজ্ঞদের মত, মৃত্যুর পর মানুষের আত্মা মহাশূন্যে ঘুরে বেড়ায়! Photo Source: Collected
advertisement
2/4
কিন্তু মহাশূন্যের ঠিক কোন জায়গায় রয়েছে সেই আত্মা ? কেউ তা বলতে পারেন না! তবে এবার পারবেন! বাড়িতে বসেই খোঁজ রাখতে পারবেন ঠিক কোন জায়গায় রয়েছে আপনার প্রিয়জনের আত্মা! গল্পকথা মনে হলেও, এটা একেবারেই বাস্তব! ১০০ জন মৃত ব্যক্তির চিতাভস্ম নিয়ে মহাশূন্যে রওনা দেওয়ার কথা একটি স্যাটেলাইট রকেটের। আগামী ৪ বছরের জন্য মহাশূন্যই হতে চলেছে ওই ১০০ জন এর ঠিকানা। Photo Source: Collected
advertisement
3/4
সংস্থা সূত্রে জানানো হয়েছে, আজ, সোমবার ১০০ জনের চিতাভস্ম স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চেপে স্পেসে রওনা দেওয়ার কথা। চিতাভস্ম কিউবস্যাট স্যাটেলাইটে চেপে মহাশূন্যে ঘুরে বেড়াবে। পৃথিবীতে নিজের বাড়িতে বসে ওই ১০০ জনের পরিবারই স্যাটেলাইট ফোনের মাধ্যমে সব সময় খোঁজ রাখতে পারবেন প্রিয়জনের অবস্থানের। Photo Source: Collected
advertisement
4/4
সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও টমাস সিভেট জানিয়েছেন, ছোট ছোট ক্যাপসুলের মধ্যে ওই চিতাভস্ম ভরা হয়েছে। সেগুলো একসঙ্গে রাখা হয়েছে ৪ ইঞ্চির ওই কিউবস্যাট স্যাটেলাইটের মধ্যে। সেই স্যাটেলাইটের সঙ্গেই মহাশূন্যে পৃথিবীর আশেপাশে ভেসে বেড়াবে চিতাভস্মগুলো। এ ভাবে টানা ৪ বছর ভেসে বেড়ানোর পর আবার চিতাভস্মগুলো নিয়ে পৃথিবীতে নেমে আসবে কিউবস্যাট। Photo Source: Collected