Effect of Long Covid: মারাত্মক ছাপ ফেলে গিয়েছে করোনা, এই সব রোগে আপনি আক্রান্ত নন তো?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Long Covid problems: করোনা মুক্ত হয়েও শান্তি নেই, শরীরে কোন কোন রোগ চেপে বসেছে, দেখুন বিখ্যাত সমীক্ষার রিপোর্ট
advertisement
1/6

•মারণ করোনার সঙ্গে লড়াইয়ে জিতে ফিরলেও, শরীরে হাজার রোগের বাসা বেঁধেছে৷ বিখ্যাত ম্যাগাজিন ল্যান্সেট এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে৷ আরও জানানো হয়েছে যে করোনা মুক্ত হলেও দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা বয়ে চলছেন অনেকেই৷ বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে লং টার্ম এফেক্টস অন মাল্টিপল অরগ্যানের কথা৷ অর্থাৎ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে নানাবিধ জটিলতা তৈরি করেছে করোনা৷ যা বুঝতেও কিছুটা সময় লাগছে বহু করোনা জয়ীর৷
advertisement
2/6
•ল্যান্সেট স্পষ্ট জানানো হয়েছে যে, করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন,তাদের শরীরে ছাপ রেখে গিয়েছে এই রোগ৷ একেই বলা হচ্ছে লং কোভিড৷ কী কী সমস্যা রয়েছে তা জানতে দ্রুত পরীক্ষার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা৷
advertisement
3/6
•করোনার সংক্রমণের পর ২ বছর কেটে গেলেও অসুস্থতা রয়ে গিয়েছে শরীরে৷ করোনায় যারা অত্যন্ত কাবু হয়েছিলেন, তাদের জন্য রয়েছে বাড়তি সতর্কতা৷ কারণ ২ বছর পরও তারা নাকি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি৷ বলছে গবেষণা৷ তাই আবার চিকিৎসার প্রয়োজন৷ শরীরের কোন কোন সমস্যা রয়েছে, তা পরীক্ষা করে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
4/6
•ল্যান্সেট, রেসপিরেটরি মেডিসিন জার্নালে প্রকাশিত এই সমীক্ষার রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ৷ সমীক্ষাটি চিনে হলেও, গোটা বিশ্বে কোথাও এর ব্যতিক্রম নয়৷ চিনের জিন ইন-ট্যান হাসপাতালে ভর্তি ছিলেন এমন ২৪৬৯ জনের উপর সমীক্ষাটি হয়৷ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ১ থেকে ২ বছরের মধ্যে তাদের শারীরিক পরীক্ষা হয়৷ সেখানে উঠে আসে এই ভয়াবহ ফল৷ কয়েকটি টেস্টে ধরা পড়ে একাধিক রোগের কথা৷
advertisement
5/6
•কী কী উপসর্গ দেখা দিচ্ছে শরীরে? প্রথম হল ক্লান্তি৷ বিশেষ পরিশ্রম না করেও শরীর হয়ে পড়ছে ক্লান্ত৷ সঙ্গে জুড়ছে ঘুমের সমস্যা৷ কর্মক্ষমতা কমে যাওয়া এবং নিঃশ্বাসের সমস্যাও তৈরি হচ্ছে লং কোভিডের ফলে৷
advertisement
6/6
•অনেকের আবার স্বাদ-গন্ধের সমস্যা এখনও থাকছে৷ খিদে কম পাওয়া, বুকে ব্যথা, প্যালপিটিশন, একটু পরিশ্রমেই হাঁফ ধরে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন কেউ কেউ৷ তা ছাড়া মাথা ব্যথা এবং উদ্বেগ ও অবসাদের শিকার হচ্ছেন অনেক করোনাজয়ী রোগী৷