TRENDING:

ফের বিপদ! করোনার মতো ভয়ঙ্কর ভাইরাসের খোঁজ মিলল এবার রাশিয়ার গুহায়

Last Updated:
Covid Like Virus In Russian Cave: করোনার মতো ভাইরাস এবার রাশিয়ার গুহায়! এবারও সন্দেহের কেন্দ্রে সেই বাদুর।
advertisement
1/5
ফের বিপদ! করোনার মতো ভয়ঙ্কর ভাইরাসের খোঁজ মিলল এবার রাশিয়ার গুহায়
সারা বিশ্ব থেকে এখনও করোনা বিদায় নেয়নি। এরই মধ্যে কড়া নাড়ছে আরেক ভাইরাস। রাশিয়ার সোচি ন্যাশনাল পার্কের গুহায় লুকিয়ে থাকা বাদুড়ের মধ্যে করোনার মতো ভাইরাস সনাক্ত হয়েছে। নাম খোস্তা-২। এটি সার্বেকোভাইরাস। বিজ্ঞানীরা এটি পরীক্ষা করেছেন। তাঁরা জানিয়েছেন, ভ্যাকসিনও সার্বেকোভাইরাসকে প্রভাবিত করছে না।
advertisement
2/5
মার্কিন ভাইরোলজিস্ট জানিয়েছেন, এটি খোস্তা-২ ভাইরাস। রুশ সরকারের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, তাদের দেশে খোস্তা-২ রয়েছে। কিন্তু ২০২০ সাল পর্যন্ত এমন নমুনা পাওয়া যায়নি যা এখন বাদুড় থেকে পাওয়া যাচ্ছে। খোস্তা -২ সার্বেকোভাইরাসএ- অংশ। এটি করোনাভাইরাস গোত্রের।
advertisement
3/5
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা আরও তথ্যের জন্য ভাইরাসটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে, Khosta-2 মানুষের কোষকে SARS-CoV-2-এর মতোই সংক্রমিত করতে সক্ষম। ভাইরাসের সারফেস স্পাইক প্রোটিন সহজেই মানুষের কোষে উপস্থিত একটি এনজাইমের সঙ্গে যুক্ত হয়। একে বলা হয় ACE-2।
advertisement
4/5
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের একটি শাখা গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের গবেষকরা জানিয়েছেন, বাদুড়গুলি সোচি জাতীয় উদ্যানের গুহায় রয়েছে। ৪৮ লাখ একর জমি জুড়ে বিস্তৃত এই পার্কটিতে কয়েকশো গুহা রয়েছে। তাই এর আশেপাশের শহুরে অঞ্চলগুলি ভাইরাসে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
এই ভাইরাস এখনও পর্যন্ত কোনও মানুষকে সংক্রামিত করেছে বলে প্রমাণ নেই। তবে পরীক্ষায় দেখা গিয়েছে, এটি মানুষের শরীরে সংক্রমণের ক্ষমতা রাখে। কোভিড-১৯ এর ভ্যাকসিন এতে কাজ করবে কিনা তাও বিজ্ঞানীরা জানার চেষ্টা করেছেন। মডার্না এবং ফাইজারের দুটি ডোজ দিয়ে পরীক্ষা করা হয়েছিল। কিন্তু ভাইরাসটির প্রতিরোধ ক্ষমতা এতটাই ছিল যে ভ্যাকসিনের কোনও প্রভাব পড়েনি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ফের বিপদ! করোনার মতো ভয়ঙ্কর ভাইরাসের খোঁজ মিলল এবার রাশিয়ার গুহায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল