TRENDING:

করোনার মধ্যে ১০ হাজার অতিথি নিয়ে বিয়ে বাড়ি, চলন্ত গাড়িতেই হল সেলিব্রেশন!

Last Updated:
করোনার স্বাস্থ্যবিধি এতটুকু লঙ্ঘন করা হয়নি । দূর্দান্ত এক উপায় বের করা হয়েছিল । পুরো বিয়েবাড়িটাই ছিল চার চাকার উপরে ।
advertisement
1/6
করোনার মধ্যে ১০ হাজার অতিথি নিয়ে বিয়ে বাড়ি, চলন্ত গাড়িতেই হল সেলিব্রেশন!
• এই করোনাকালে যেখানে বহু বিয়ে, সামাজিক অনুষ্ঠানে কাটছাট করতে হচ্ছে, অনেক বিয়েই বাতিল হয়ে যাচ্ছে, বা বিয়ে হলেও তা হচ্ছে অত্যন্ত ঘরোয়াভাবে । গুটি কয়েক বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনের উপস্থিতিতে । সেখানে এই বিয়ে বাড়ি ছিল একেবারে চমকে দেওয়ার মতো । ১০ হাজার লোক নিমন্ত্রিত ছিলেন বিয়েতে । ছবি-ফেসবুক।
advertisement
2/6
• কিন্তু তা বলে করোনার স্বাস্থ্যবিধি এতটুকু লঙ্ঘন করা হয়নি । দূর্দান্ত এক উপায় বের করা হয়েছিল । আর সেই মতোই বিয়ে হল কোভিড বিধি মেনেই । ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এক বিয়েবাড়িতে । ছবি-ফেসবুক।
advertisement
3/6
• পাত্রের নাম তেঙ্গকু মহম্মদ হাফিজ । তিনি মেলয়েশিয়ার প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ছেলে । পাত্রী ওসান অ্যালাজিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হাফিজ । পুরো বিয়েবাড়িটাই ছিল চার চাকার উপরে । শুধুমাত্র পাত্র-পাত্রী ছাড়া । ছবি-ফেসবুক।
advertisement
4/6
• কুয়ালালামপুরের দক্ষিণে পুত্রজায়ায় বসেছিলেন এই বিলাসবহুল বিয়ের আসর । একটি খোলা এলাকায় ছিল বিয়ের আসর । গোটা বিয়েটাই নিমন্ত্রিতরা উপভোগ করেছেন গাড়িতে চড়েই । কাউকে গাড়ি থেকে নামার দরকার পড়েনি । বিয়ে উপলক্ষ্যে হাজার হাজার গাড়ির মেলা বসে গিয়েছিল ওই এলাকায় । ছবি-ফেসবুক।
advertisement
5/6
• নির্দিষ্ট স্থানে ছিল খাবারের ব্যবস্থা । তবে গাড়ি থেকে নামার দরকার পড়েনি । গাড়ির মধ্যেই খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়েছে সকলের জন্য । ছবি-ফেসবুক।
advertisement
6/6
• পাত্রের বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তেঙ্গকু আদনান এই মজার বিয়েবাড়ির সমস্ত ছবি শেয়ার করেছেন ফেসবুকে । প্রসঙ্গত মালয়েশিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ হাজার পেরিয়েছে । ছবি-ফেসবুক।
বাংলা খবর/ছবি/বিদেশ/
করোনার মধ্যে ১০ হাজার অতিথি নিয়ে বিয়ে বাড়ি, চলন্ত গাড়িতেই হল সেলিব্রেশন!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল