TRENDING:

হারিয়ে যাওয়া সবুজের স্বর্গ ফিরিয়ে এনেছে এই দেশ? আমরা কি শিখতে পারব

Last Updated:
সবুজকে ফিরিয়ে আনা সম্ভব, করে দেখিয়েছে একটা গোটা দেশ, তার নাম কোস্তারিকা।
advertisement
1/6
হারিয়ে যাওয়া সবুজের স্বর্গ ফিরিয়ে এনেছে এই দেশ? আমরা কি শিখতে পারব
কবিতায় লেখা আছে, কবিতাতে থাকে, "দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর" এর মতো আর্তি। বাস্তবে তো আমরা নগরায়নের দিকে দৌড়ই। সবুজ ধ্বংসের মতো অবিমৃশ্যকারিতার ফলও দিতে হয় প্রতি পলে। কিন্তু এর উল্টোটা কি আছে?এক কথায় উত্তর হল, হ্যাঁ আছে, সবুজকে ফিরিয়ে আনা সম্ভব, করে দেখিয়েছে একটা গোটা দেশ, তার নাম কোস্তারিকা।
advertisement
2/6
একসময়ে কোস্তারিকার ৭৫ শতাংশ জুড়েই ছিল রেনফরেস্ট। ১৯৯৬ এর পর থেকে ঈশ্বরের নিজস্ব বাগানে হানা দেয় রাক্ষস। অবাধে চলতে থাকে লুঠতরাজ। ধ্বংস হতে থাকে প্রকৃতির সাম্রাজ্য।
advertisement
3/6
কিন্তু আজ ছবিটা অন্য। এই অরণ্যাঞ্চলের ৬০ শতাংশই ভরিয়ে তোলা গিয়েছে মানুষে নিরলস প্রচেষ্টায়।
advertisement
4/6
শক্তির জন্য এই দেশ ব্যবহার করে নদীর জল, সূর্যালোক, বাতাসের মতো শক্তিকে। কোস্টারিকার লক্ষ্য আগামী বছরের মধ্যে দেশকে প্লাস্টিকমুক্ত করে ফেলা।
advertisement
5/6
advertisement
6/6
মনে প্রশ্ন জাগে, কোস্তারিকা তো পারল আমরা কি পারব কখনও?
বাংলা খবর/ছবি/বিদেশ/
হারিয়ে যাওয়া সবুজের স্বর্গ ফিরিয়ে এনেছে এই দেশ? আমরা কি শিখতে পারব
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল