TRENDING:

Coronavirus: ফের লাফিয়ে বাড়ছে করোনা! চিনে নয়া রেকর্ড সংক্রমণে, ভয় বাড়াচ্ছে ব্রিটেনও

Last Updated:
Coronavirus : অমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE-কে ঘিরে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। নতুন রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে চিনে। পিছিয়ে নেই ব্রিটেনও।
advertisement
1/7
ফের লাফিয়ে বাড়ছে করোনা! চিনে নয়া রেকর্ড সংক্রমণে, ভয় বাড়াচ্ছে ব্রিটেনও
একদিকে দেশে করোনা বিধিনিষেধ শিথিল হচ্ছে। ফের ছন্দে ফিরছে জীবন। অন্যদিকে ভয় যাচ্ছে না এখনই। সময়ের সঙ্গে সঙ্গে করোনা (Coronavirus) সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হতে দেশ ছন্দে ফিরলেও প্রতিবেশী চিন এখনও আতঙ্ক বাড়াচ্ছে। বিশ্বের বহু দেশ ফের করোনার বিধিনিষেধ কাটিয়ে উঠলেও চিন (China), দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের (UK) সাম্প্রতিক পরিস্থিতি ও অমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE-কে ঘিরে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। নতুন রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে চিনে। পিছিয়ে নেই ব্রিটেনও।
advertisement
2/7
আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে চিনে। ইউহান শহরেই প্রথমবার নোভেল করোনা ভাইরাসের দেখা মিললেও প্রথম থেকে বিধিনিষেধের কড়াকড়িতে সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছিল বেজিং।
advertisement
3/7
কিন্তু বর্তমান পরিস্থিতিতে চিনা প্রশাসনের কপালেও এবার চিন্তার ভাঁজ। গত ২৪ ঘণ্টার হিসেবে সেখানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৪৬ জন। যা কিনা গত ২ বছরের নিরিখে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের হিসেব। এই পরিস্থিতিতে আরও কড়াকড়ির দিকে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে চিন
advertisement
4/7
এদিকে শুধু চিন নয়, ব্রিটেনেও কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মৃত্যুর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে অমিক্রন ভ্যারিয়্যান্ট BA.2 প্রাদুর্ভাব ছড়াচ্ছে সেখানে সংক্রমণের প্রধান স্ট্রেন হিসেবে।
advertisement
5/7
দক্ষিণ কোরিয়াতেও আশঙ্কা বাড়াচ্ছে সংক্রমণ। শনিবার সেখানে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার জন। তবে এর আগে দৈনিক ৩ লক্ষ সংক্রমণে পৌঁছে গিয়েছিল তারা। সেখান থেকে দু’দিনে সামান্য নিম্নমুখী হলেও সংক্রমণের হার ভয় দেখাচ্ছে।
advertisement
6/7
অন্যদিকে কোভিড-১৯ যে এখনও বিদায় নেয়নি, বরং ফের যে মারণ ভাইরাস মারাত্মক হারে ছড়িয়ে পড়তে পারে সেই কথা জানিয়ে সম্প্রতি সকলকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এপ্রসঙ্গেই তারা জানিয়েছে XE-র কথা। এই স্ট্রেনই অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.2-এর চেয়ে অন্তত দশ গুণ বেশি সংক্রামক!
advertisement
7/7
এতদিন পর্যন্ত BA.2 স্ট্রেনটিকেই সবচেয়ে সংক্রামক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যা বিশ্বের বিভিন্ন দেশের জল-হাওয়াকে উপেক্ষা করেই ছড়িয়ে পড়েছে হু হু করে। এর মধ্যে এই স্ট্রেন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মার্কিন মুলুকে। তবে এবার নাকি তাকেও ছাপিয়ে যাবে XE ভ্যারিয়েন্টটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কার্যত সবচেয়ে সংক্রামক স্ট্রেন হতে চলেছে XE। তাই এখনই করোনা নিয়ে উদ্বেগ যাচ্ছে না। বরং চিন ও ব্রিটেনের পরিসংখ্যান আবার নতুন করে বাড়াচ্ছে চিন্তা।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Coronavirus: ফের লাফিয়ে বাড়ছে করোনা! চিনে নয়া রেকর্ড সংক্রমণে, ভয় বাড়াচ্ছে ব্রিটেনও
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল