TRENDING:

Concetta Antico: এই মহিলার চোখে আছে আজব এক শক্তি, দেখতে পান প্রকৃতির ১০ কোটি রঙ!

Last Updated:
কনসেটা অ্যান্টিকো (Concetta Antico) বিশেষ চোখের অধিকারী। তবে এই বিশেষ ক্ষমতার জন্য ভুগতে হচ্ছে তাঁর ছোট্ট মেয়েকে।
advertisement
1/6
এই মহিলার চোখে আছে আজব এক শক্তি, দেখতে পান প্রকৃতির ১০ কোটি রঙ!
কনসেটা অ্যান্টিকোর ছোটবেলা থেকেই রঙের প্রতি খুব আগ্রহ ছিল। তাঁর চোখ প্রকৃতিতে ছড়িয়ে থাকা ১০ কোটি রঙ চিনতে পারে। তিনি অল্প বয়স থেকেই এর প্রভাব দেখতে পান। সব কিছুই তাঁর কাছে অনেক রঙে দৃশ্যমান ছিল। সেই রঙের সাহায্যে ক্যানভাসে আঁকতেনও তিনি।
advertisement
2/6
Daily Mail-এর প্রতিবেদনে বলা হচ্ছে, একটি গবেষণার পর তিনি তাঁর বিশেষ চোখের সম্পর্কে জানতে পেরেছেন। বিশ্বে মাত্র ১ শতাংশ মানুষ আছেন যাঁরা বিশেষ চোখের অধিকারী। আসলে কনসেটার চোখ টেট্রাক্রোমেট। সাধারণ ভাষায়, তাঁর চোখে ৩টির পরিবর্তে ৪টি কোণ রয়েছে।
advertisement
3/6
চোখের এক কোণে এক কোটিরও বেশি রং চিনতে পারেন তিনি। এমন পরিস্থিতিতে ৪-কোণ টেট্রাক্রোমেট চোখের ১০০ মিলিয়ন রঙ চেনার ক্ষমতা রয়েছে। বিশেষ চোখের কারণে কনসেটা সব কিছুর আসল রঙ দেখতে শুরু করেন। সাধারণ মানুষ এত রং দেখতে না পারলেও টেট্রাক্রোমেট চোখ দিয়ে অনেকে সেটা দেখতে পারেন।
advertisement
4/6
পড়াশোনা শেষ করে সান দিয়েগোতে চলে আসেন তিনি। ২০১২ সালের পর টেট্রাক্রোমেট চোখ নিয়ে একটি গবেষণা করা হয়েছিল। সেই গবেষণা দেখায়, এই জাতীয় চোখ যাঁদের রয়েছে তাঁদের সন্তানের মধ্যে বর্ণান্ধতার ঝুঁকি থাকে। এর কিছুদিন আগে অ্যান্টিকোর মেয়ের মধ্যে বর্ণান্ধতা ধরা পড়ে। এই গবেষণা থেকে তিনি তাঁর বিশেষ চোখ সম্পর্কে তথ্য পেয়েছেন।
advertisement
5/6
অ্যান্টিকো এখন বর্ণান্ধতার সঙ্গে লড়াই করা লোকেদের সাহায্য করছেন। মানুষের টেট্রাক্রোমেট চোখ সম্পর্কে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কিম্বারলি জেমসন বলেছেন, ১৫% মহিলাদের মধ্যে বিশেষ ধরনের জিন থাকে, যা এই ধরনের চোখের জন্য দায়ী।
advertisement
6/6
ই ধরনের চোখ শুধুমাত্র মহিলাদের মধ্যে পাওয়া যায়, পুরুষদের মধ্যে নয়। কারণ এই জিন X ক্রোমোজোমকে প্রভাবিত করে। জিনের মিউটেশনের কারণে চোখে চতুর্থ শঙ্কু তৈরি হয়। এই ধরনের মানুষ বিশেষ জেনেটিক্স নিয়ে জন্মান।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Concetta Antico: এই মহিলার চোখে আছে আজব এক শক্তি, দেখতে পান প্রকৃতির ১০ কোটি রঙ!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল