TRENDING:

Chinmoy Krishna Das: তাঁকে ঘিরেই উত্তাল হয়েছিল ভারত-বাংলাদেশ, অবশেষে ৬ মাস পর জামিন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের

Last Updated:
Chinmay Krishna Das: দেশদ্রোহিতার অভিযোগে গত ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
1/10
তাঁকে ঘিরে উত্তাল হয়েছিল ভারত-বাংলাদেশ, অবশেষে ৬ মাস পর জামিন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের
অবশেষে জামিন পেলেন বাংলাদেশে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার বেঞ্চ জামিন মঞ্জুর করে।
advertisement
2/10
এরপরই দেশদ্রোহিতার অভিযোগে গত ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
3/10
চিন্ময় কৃষ্ণের গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ২৭ নভেম্বর চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম আদালতে পেশ করার সময়, আদালত চত্বরে সংঘর্ষ বাঁধে, এক আইনজীবীর মৃত্যু হয়।
advertisement
4/10
বাংলাদেশে অশান্তি, সংখ্যালঘুদের উপরে অত্যাচারের মাঝেই গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠেছিল ভারতও। কলকাতা থেকে শুরু করে মুম্বই, পুণে-- দেশের বিভিন্ন দিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জামিনের দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছিল।
advertisement
5/10
কে এই চিন্ময় কৃষ্ণ দাস? চিন্ময় কৃষ্ণ আগে ইসকনের (ISKCON) নেতা এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাঁকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
advertisement
6/10
গ্রেফতার হওয়ার আগে গত কয়েক দিনে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে একাধিক সমাবেশের নেতৃত্ব দেন। তিনি দাবি করেন যে, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া 'নিপীড়নের' বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সমাবেশগুলি অনুষ্ঠিত হয়েছিল।
advertisement
7/10
তবে তাঁর কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
advertisement
8/10
চিন্ময় কৃষ্ণের আসল নাম চন্দন কুমার ধর। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তিনি। ইসকনের তরফে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানানো হয়। চিন্ময় দাসের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেই জানানো হয়।
advertisement
9/10
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানানো হয়েছে। কিন্তু আইনজীবী না মেলায় তাঁর জামিনের শুনানিও পিছিয়ে গিয়েছে এক মাস।
advertisement
10/10
কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট-এর সক্রিয় সদস্য। দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি বরাবর সোচ্চার ছিলেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Chinmoy Krishna Das: তাঁকে ঘিরেই উত্তাল হয়েছিল ভারত-বাংলাদেশ, অবশেষে ৬ মাস পর জামিন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল