Chinese military : চিনের সেনা ঠিক কতটা শক্তিশালী? ভারতের ভয়ের কারণই বা কতটা? জানুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
China worlds largest military will still find it difficult to afford war against India. পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী নিয়েও ভারত আক্রমণের সাহস দেখাবে না চিন!
advertisement
1/10

চিনা সেনার অন্যতম শক্তি ডং ফেং ফাইভ মিসাইল। ১২০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই আধুনিক মিসাইল
advertisement
2/10
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের পাঁচ গুণের চেয়ে বেশি গতিতে ছুটতে পারে। তবে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) চেয়ে এর গতি কম। এরপরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রাডারে শনাক্ত করা খুবই কঠিন। সম্প্রতি এই কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে চিন
advertisement
3/10
গোল্ডেন ইগল সি আর ৫০০ চিনের সেনাবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র পাইলটহীন এই হেলিকপ্টার। ছয় ঘন্টার বেশি সময় ধরে আকাশে উড়তে পারে, পাঁচটি মিসাইল বহন করতে সক্ষম। এর ফলে যুদ্ধক্ষেত্র এবং জলে যে কোনোও টার্গেট নিশানা করতে পারে পিএলএ
advertisement
4/10
সি এইচ সেভেন ড্রোন। আধুনিক চিনের অন্যতম সেরা সামরিক শক্তি। আমেরিকার এক্স ৪৭ বির ধাঁচে প্রস্তুত করা হয়েছে এই অস্ত্রকে। শত্রুপক্ষের ওপর নজর রাখা ছাড়াও একসঙ্গে পাঁচটি লক্ষ্যবস্তুর ওপর আঘাত আনতে পারে
advertisement
5/10
জিয়াংদাও স্তেলথ কর্ভেট চিনের নৌবাহিনীর অন্যতম সেরা অস্ত্র এই ছোট যুদ্ধজাহাজ। চারটি জাহাজ বিধ্বংসী মিসাইল, আটটি বিমান ধ্বংস করা মিসাইল ছাড়াও টর্পিডো বহন করতে পারে
advertisement
6/10
ভারতীয় এবং আমেরিকান সেনাবাহিনী যেখানে ভারী জিনিস এবং সৈন্য এবং গাড়ি নিয়ে যাওয়ার জন্য হারকিউলিস অথবা গ্লোব মাস্টার বিমান ব্যবহার করে, সেখানে চিনের রয়েছে ওয়াই ২০। প্রায় ৩০০০ কিলো জিনিস বহন করতে সক্ষম এই বিমান
advertisement
7/10
ভারতের যেমন রয়েছে সুখই এমকেআই, তেমনই চিনের রয়েছে সুখই এমকেকে। দুটোই রাশিয়ার তৈরি। কিন্তু কিছুটা হলেও ভারতীয় বিমান এগিয়ে নিজেদের টেকনোলজি ব্যবহার করায়
advertisement
8/10
চিন তার জে-২০-কে ‘সম্পূর্ণ স্টেলথ’ (রাডার নজরদারি ফাঁকি দিতে সক্ষম) বলে দাবি করলেও মার্কিন ও ইউরোপীয় বিশেষজ্ঞদের অধিকাংশেরই এ বিষয়ে সংশয় রয়েছে।তাঁদের মতে, চিনা বিমানটি বড় জোর ‘আংশিক স্টেলথ’। তবে আমেরিকার এফ ২২ এবং এফ ৩৫ কে চ্যালেঞ্জ জানাতে পারে এই বিমান
advertisement
9/10
লাদাখ এবং বিশেষ করে পাহাড়ি অঞ্চলের চিন তাদের কম ওজনের টি ১৫ ট্যাংক মোতায়ন করেছে। ভারতের টি ৯০ এবং টি ৭২ র তুলনায় পাহাড়ি যুদ্ধে এই ট্যাঙ্ক বেশি কার্যকরী
advertisement
10/10
ভারতের যেমন রয়েছে রাশিয়ার তৈরি এম এইচ বা আমেরিকার তৈরি আপ্যাচে, তেমনই চিনের রয়েছে জেড ১০ হেলিকপ্টার। শত্রুপক্ষের ট্যাঙ্ক অথবা জাহাজ ধ্বংসকারী হিসেবে পরিচিত