TRENDING:

Covid Cases in China: ১০টি শহরে আবার লকডাউন! চিনে করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে

Last Updated:
Lockdown In China: ফের সেই চিনেই করোনার বাড়াবাড়ি। চতুর্থ ঢেউয়ের আশঙ্কা বিশ্বজুড়ে।
advertisement
1/6
১০টি শহরে আবার লকডাউন! চিনে করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে
করোনার ওমিক্রন ভেরিয়েন্ট চিনে অনেক শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে। NHC-এর তথ্য অনুযায়ী, এবার করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জিলিন প্রদেশে। সোমবার সেখানে তিন হাজারের বেশি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। আগের দিন চিনের মূল ভূখণ্ডের অনেক শহরে ১৩৩৭টি সংক্রমণের ঘটনা ঘটেছে।
advertisement
2/6
সোমবার, বিশ্বব্যাপী ১৩ লাখেরও বেশি নতুন কেস সামনে এসেছিল। এই রোগে ৩৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার চিনে প্রায় ৩৩০০ জন আক্রান্ত হয়েছিল। করোনা সংক্রমণের এই ঘটনা গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি সংক্রমণের বিস্তার ঠেকাতে ইতিমধ্যেই সাংহাইয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
3/6
গত এক সপ্তাহে বেজিং, সাংহাই সহ শেনজেন, জিয়াংসু, শানডং এবং ঝেজিয়াং প্রদেশে করোনার নতুন কেস পাওয়া গিয়েছে। সংক্রমণ আবারও চিনের অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
4/6
অন্যদিকে, ডাব্লুএইচও বিজ্ঞানী মারিয়া ভ্যান কারখোভ বলেছেন, ওমিক্রন এবং ডেল্টার মিশ্রণে তৈরি নতুন ভেরিয়েন্ট বিশ্বে ফের মহামারী পরিস্থিতি তৈরি করতে পারে। করোনার চতুর্থ তরঙ্গের সম্ভাবনা তৈরি হতে পারে।
advertisement
5/6
চিনে করোনভাইরাস সংক্রমণের এত বৃদ্ধির কারণ হিসেবে ওমিক্রনের একটি রূপকে দায়ী করা হয়েছে। 'স্টিলথ ওমিক্রন' বলা হয় এটিকে। এটি আসলে BA.2 সাব-ভেরিয়েন্ট, যা আসল ওমিক্রন স্ট্রেইনের চেয়ে বেশি সংক্রামক।
advertisement
6/6
চিনের উহানে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়েছিল। তার পর থেকে জিরো কোভিড নীতি চিনে কার্যকর রয়েছে। চিন লকডাউন, ভ্রমণে নিষেধাজ্ঞা সহ অনেক বিধিনিষেধ প্রয়োগ করেছে। চিনের বিরুদ্ধে এই ভাইরাস ছড়ানোর অভিযোগও উঠেছে। আবারও চিনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী এই রোগ নিয়ে উদ্বেগ বেড়েছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Covid Cases in China: ১০টি শহরে আবার লকডাউন! চিনে করোনা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল