Chinese Ice cream: পাক্কা চিনা মাল! গরমেও গলছে না Ice, এমনই তাক লাগানো আইসক্রিম
- Published by:Pooja Basu
Last Updated:
বিশ্বের সেরা আইসক্রিম ব্র্যান্ডকে মোকাবিলা করতে তৈরি এই চিনা আইসক্রিম৷
advertisement
1/6

চিনের Zhong Xue Gao নামের আইসক্রিম৷ ৩১ডিগ্রি তাপমাত্রায় থাকলেও গলছে না৷ প্রায় ১ ঘণ্টা পর্যন্ত গরমে থাকেলও এই আইসক্রিম গলছে না। এমন ভিডিও একের পর এক সামনে এসেছে, যার জেরে এই আইসক্রিমের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠেছে৷
advertisement
2/6
সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে সকলে জিজ্ঞাসা করতে শুরু করেছেন যে এই আইসক্রিমে কী এমন রয়েছে যার জেরে গরমেও বরফ জাতিয় বস্তু গলছে না? সংস্থার সব থেকে দামী ও বড় আইসক্রিমের দাম ৭০০টাকা।
advertisement
3/6
আইসক্রিম কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের পণ্য দেশের খাদ্যসুরক্ষার যে নিয়মগুলি রয়েছে, তা সম্পূর্ণরূপে পালন করে তৈরি করা হয়।
advertisement
4/6
খাদ্য সামগ্রীতে ফুড অডিটিভ ব্যবহার করা হয় তৈরি করা হয় যে আইসক্রিমের আসল রূপ এবং এটি খাওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত। বেশিরভাগ আইসক্রিম-এ এই উপাদান ব্যবহার করা হয়, যা মার্কিন ফুড এবং অ্যাডমিনিস্ট্রেশনও অনুমতি দেয়।
advertisement
5/6
চিনা এই আইসক্রিম বিদেশী ব্র্যান্ডের আইসক্রিমকে মোকাবিলা করতে তৈরি৷ দাবি করা হয়েছে যে চিনা এই ব্র্যান্ড বিশ্বের বিখ্যাত সব আইসক্রিম ব্র্যান্ডকেও টেক্কা দিতে প্রস্তুত৷ সঙ্গে আবার অত্যাধুনিক ব্যবস্থা, গরমেও গলবে না!
advertisement
6/6
পশ্চিমের দেশগুলির আইসক্রিম ব্র্যান্ডের মধ্যে অন্যতম হল ম্যাগনম এবং হ্যাগেন-ডাইজস ( Magnum and Haagen-Dazs)৷ চিনা এই আইসক্রিম সংস্থার দাবি যে তাদের এই ব্র্যান্ডের কন্টেন্ট রয়েছে। এই আইএসক্রিমে প্রাকৃতিক জিনিসগুলি ব্যবহার করা হয়েছে এমনই জানানো হয়েছে৷