করোনার জন্ম গতবছর, ইউহানে! মারণ ভাইরাসের প্রথমদিকের সব নমুনা ধ্বংস করেছিল চিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অবশেষে চিন স্বীকার করল, করোনা ভাইরাসের প্রাথমিক সমস্ত নমুনা তারা ধ্বংস করে ফেলেছে
advertisement
1/5

গোটা বিশ্বে হাহাকার ফেলে দেওয়া করোনা ভাইরাসের জন্ম চিনের ইউহান শহরে। গত বছর ১৭ নভেম্বর সেখানে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে।
advertisement
2/5
প্রথম থেকেই অভিযোগ উঠছে চিন এই মারণ ভাইরাস সম্পর্কে তথ্য গোপন করছে, বিভ্রান্তিমূলক বার্তা দিচ্ছে গোটা বিশ্বকে।
advertisement
3/5
এই অতি মহামারির জন্য চিনকে বরাবর দায়ী করে আসছে আমেরিকা। মার্কিন সচিব মাইক পম্পিওর দাবি, ' এই ভাইরাসের উৎস কোথায়, তা বোঝা কঠিন হচ্ছিল কারণ চিন ভাইরাসের সমস্ত নমুনা ধ্বংস করে ফেলে।'
advertisement
4/5
অবশেষে চিন স্বীকার করল, করোনা ভাইরাসের প্রাথমিক সমস্ত নমুনা তারা ধ্বংস করে ফেলেছে।
advertisement
5/5
চিনের ন্যাশনাল হেলথ কমিশনের সুপাভাইসর Liao Dengfeng জানান, ৩ জানুয়ারি চিন সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে একটি অননুমোদিত পরীক্ষাগারে করোনা ভাইরাসের সমস্ত স্যাম্পেল নষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়।