Fahmida Died In Bangladesh: নাকে নল নিয়ে হাসপাতালের বেডে শুয়ে বিয়ে! সংসার আর করা হল না সাহসী মেয়ের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Fahmida Kamal Died In Bangladesh: মাত্র ১১ দিনের সংসার। স্বপ্ন দেখেছিলেন নতুন জীবনের। হল না। ফাহমিদাকে চলে যেতে হল।
advertisement
1/5

হাসপাতালের কেবিনে সেদিন লাল রঙের বেনারসি পরেছিলেন ক্যান্সার আক্রান্ত ফাহমিদা কামাল (২৬)। নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থায় বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিককে। কিন্তু সংসার আর করা হল না তাঁর।
advertisement
2/5
ফাহমিদা অন্য এক ভালবাসার গল্প লিখে গেলেন। জীবনের শেষ ১১ দিন তিনি ছিলেন সব থেকে সুখী। মাত্র ১১ দিনের সংসার। বাংলাদেশের ফাহমিদা চলে গেলেন সংসার ফেলে।
advertisement
3/5
ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফাহমিদা। চেয়েছিলেন নতুন জীবন শুরু করতে। তাই বাঁচার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে প্রেমিককে নিকাহ্ করেছিলেন হাসপাতালের বেডে শুয়ে। তবে অদৃষ্টে হয়তো এমনই করুণ পরিণতি লেখা ছিল তাঁর।
advertisement
4/5
চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন ফাহমিদা। সেখানেই ৯ মার্চ বিয়ে হয় ফাহমিদা-হাসানের। বধূবেশে আর ঘরে ফেরা হলো না ফাহমিদার। বাড়ি ফিরলেন সাদা কাফনে।
advertisement
5/5
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হাসানের সঙ্গে পরিচয় হয়েছিল ফাহমিদার। তার পর একে অপরকে ভালবেসে ফেলেন। ফাহমিদার ক্যান্সার ধরা পড়ে। তবে হাসান চেয়েছিলেন তাঁকে বিয়ে করতে। বিয়ে হয়। ভালবাসা অমর হয়ে রইল। শুধু চলে গেলেন ফাহমিদা।