TRENDING:

ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কি আদৌ বন্ধু? ইরানকে কেন্দ্র করে বড় বদল এশিয়ার সমীকরণে! পাকিস্তানকে চাপে রাখতে ভারত এবার কী করবে?

Last Updated:
ভারত কি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে বিশ্বাস করতে পারে? মোদি ট্রাম্পের দাবি খণ্ডন করেছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ৪৫ মিনিটের ফোনালাপে শান্তির আহ্বান জানিয়েছেন। আসিম মুনির ভারতের রেড লাইন!
advertisement
1/17
ট্রাম্পের আমেরিকা কি আদৌ বন্ধু? ইরান নিয়ে বড় বদল এশিয়ার সমীকরণে! ভারত এবার কী করবে?
ভারত কি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ও মিত্র হিসেবে বিশ্বাস করতে পারে? এই মুহূর্তে রাইসিনা হিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিই। কারণ, ট্রাম্প এখনও জোর গলায় দাবি করে চলেছেন যে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন—যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৫ মিনিটের এক ফোনালাপে সেই দাবি খণ্ডন করেন। ট্রাম্পের আমন্ত্রণে কানাডা সফর থেকে ফেরার পথে আমেরিকায় থামার প্রস্তাবও ফিরিয়ে দেন মোদি।
advertisement
2/17
এর পর, আমেরিকা যখন ইরানে সামরিক হামলা চালাল, তখন মোদি ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে ৪৫ মিনিটের ফোনালাপ হয়। মোদি সেখানে উত্তেজনা প্রশমনের ডাক দেন, আর পেজেশকিয়ান ভারতকে “বন্ধু” বলে উল্লেখ করেন—বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনতে ভারতের ভূমিকা ও কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
3/17
নয়া দিল্লির বার্তা স্পষ্ট হওয়া উচিত—আসিম মুনির ভারতের রেড লাইন। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে মোদির ফোনালাপ ছিল সেই বার্তাই। “ট্রাম্প সাহেব তো অনেক কিছুই বলেন… সব কিছু যদি এত সিরিয়াসলি নেন, তাহলে চলবে কী করে?”—এক শীর্ষ বিজেপি নেতার কথায় এটাই উঠে এল ভারতের হতাশা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড ও উক্তি নিয়ে।
advertisement
4/17
তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে— ভারত কি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধুর আসনে বসাতে পারে? এই মুহূর্তে রাইসিনা হিলে ঘোরাফেরা করা কোটি টাকার প্রশ্ন এটি। ট্রাম্প সদম্ভে ঘোষণা করেছেন যে তিনিই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন—যদিও প্রধানমন্ত্রী মোদি দীর্ঘ ৩৫ মিনিটের ফোনে তার সেই দাবি খণ্ডন করেন। এমনকি কানাডা সফর থেকে ফেরার পথে ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকায় যাত্রাবিরতি করতেও রাজি হননি মোদি।
advertisement
5/17
এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালানোর পর, মোদি ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে দীর্ঘ ৪৫ মিনিটের ফোনালাপ হয়। সেখানে মোদি শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং পেজেশকিয়ান ভারতকে “বন্ধু” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারতের ভুমিকা ও কণ্ঠস্বর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
6/17
এই ফোনালাপ আসলে ভারতের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সাবটেল বার্তা। যখন ট্রাম্পের সঙ্গে মোদির ফোনে কথোপকথন ছিল ৩৫ মিনিট, সেখানে ইরানের সঙ্গে ৪৫ মিনিটের দীর্ঘ আলোচনা তা-ই বোঝায়। সবচেয়ে বড় কাঁটা—আসিম মুনির যে আসিম মুনিরকে ভারত পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হিসেবে দেখে, যার চোখে কাশ্মীর পাকিস্তানের “শিরায় রক্তসঞ্চালন”—তাকে হোয়াইট হাউসে লাঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল।
advertisement
7/17
একেই ভারত দেখে পাকিস্তানের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মুখ হিসেবে। ট্রাম্প আসলে পাকিস্তানকে পাশে পেতে চান ইরান যুদ্ধের প্রেক্ষিতে। পাকিস্তানও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায়—চমৎকার লেনদেন!
advertisement
8/17
চার যুদ্ধ, এক ট্রাম্প! ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন এবং ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শেষ করবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি চারটি যুদ্ধে। জুন ১৩-তে ইজরায়েল-ইরান যুদ্ধ শুরু হয়েছে। আর রবিবার সকালে আমেরিকা ইরানে হানা দিয়েছে, তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে।
advertisement
9/17
‘Bunker Buster’, ‘Tomahawk’, ‘Stealth Bomber B2’—সব মোতায়েন হয়েছে। পাকিস্তানের ৯০০ কিমি ইরান সীমান্ত থাকায়, আমেরিকার জন্য পাকিস্তান কৌশলগত অংশীদার হয়ে উঠেছে। প্রকাশ্যে ইরানের পক্ষে কথা বললেও, পাকিস্তান ভেতরে ভেতরে উলটো চাল দিচ্ছে। ভারতের যুদ্ধ এখনো চলছে ভারতের যুদ্ধও চলছে—পাকিস্তান পৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে।
advertisement
10/17
‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি। চলছে কূটনৈতিক যুদ্ধও—যার উদ্দেশ্য ট্রাম্পের সেই ভুয়ো দাবি খণ্ডন করা যে তিনি ভারত-পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন। ভারত ও পাকিস্তানকে আবার গ্লোবাল মঞ্চে আলাদা করে দেখানোর চেষ্টা চলছে। একইসঙ্গে, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি আলোচনাও সচল রাখতে হবে।
advertisement
11/17
ট্রাম্পের অতীত ঘাঁটলে বোঝা যায়, তিনি U-turn-এর রাজা। যখন খুশি যা বলেন, নিজের সুবিধা মতো। প্রথম প্রেসিডেন্সিতে বলেছিলেন, “পাকিস্তান মিথ্যা ও প্রতারণার প্রতীক”, আমেরিকার ৩৩ বিলিয়ন ডলার সাহায্য অপচয় করেছে। আর এখন বলছেন, “আমি পাকিস্তানকে ভালবাসি”—আর মুনিরকে বলছেন, “পাওয়ারফুল পার্সন”। 
advertisement
12/17
ভারতের কাছে এটা পরিষ্কার যে—পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আগেই আসিম মুনির হোয়াইট হাউসে ঢুকে পড়েছেন। ভারত জানে, ট্রাম্প কাকে খাওয়াবে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু সেটা নিয়ে চুপও করে থাকতে হবে এমন নয়। নতুন বার্তা—রেড লাইন টেনে দাও ভারত স্পষ্টভাবে জানিয়ে দিক—আসিম মুনির ভারতের কাছে রেড লাইন।
advertisement
13/17
যে মানুষটা ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এলাকা জুড়ে সন্ত্রাস ছড়িয়েছে, তার সঙ্গে কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। বন্ধুত্বে সীমারেখা থাকতেই পারে। ইরানের সঙ্গে মোদীর ৪৫ মিনিটের ফোনালাপ ছিল এক বড় কূটনৈতিক বার্তা। তাতে স্পষ্ট—ভারত এখন “মধ্যস্থতাকারী” ভূমিকায় আসতে প্রস্তুত।
advertisement
14/17
যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের 'নতুন স্বাভাবিক' নয়া দিল্লি পরিষ্কার চিন্তাভাবনায় আছে—একদিকে পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে, আর অন্যদিকে তাকে বন্ধু বলে আপন করে নেওয়া মানে হল দ্বিচারিতা।
advertisement
15/17
 ট্রাম্পের নোবেল পদক পাওয়ার দাবিতে মুখপাত্র হল যে দেশ পহেলগাঁও হামলা ঘটিয়েছে, আর যার মুখ আসিম মুনির—এটা যেন এক বৈশ্বিক ট্র্যাজিক কমেডি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে তিনটি নতুন স্বাভাবিক (new normal) স্থাপন করেছে ‘অপারেশন সিঁদুর’-এর পর। এবার দরকার বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও সেসব স্বাভাবিকতা স্পষ্ট করে জানানো।
advertisement
16/17
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, মধ্যস্থতা বা শান্তি প্রতিষ্ঠার দাবি নয়, সন্ত্রাসে যুক্ত দেশকে বৈধতা দেওয়া নয়। মোদি সেটা বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পকে ফোনে কথা বলেই, যেখানে তিনি ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। কারণ, এতে একই দিনে, একই স্থানে মোদী ও আসিম মুনিরের হোয়াইট হাউসে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল—একধরনের কূটনৈতিক ফাঁদ। মোদী সেটা বুঝে গিয়েছিলেন।
advertisement
17/17
ইরানের সঙ্গে ফোনালাপ করে বুঝিয়ে দিয়েছেন—এবার ভারতও খেলার নিয়ম বদলাবে। বন্ধুত্বে শ্রদ্ধা চাই, এবং বন্ধুত্ব মানেই সবকিছু হজম করা নয়। ট্রাম্পের সঙ্গে পুরনো সম্পর্ক থাকলেও, ভারতের কাছে আসিম মুনির এক লাইন, এক শর্ত, এক সীমা—আর সেটা লঙ্ঘন হলে বন্ধুত্বে দাগ পড়বেই।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কি আদৌ বন্ধু? ইরানকে কেন্দ্র করে বড় বদল এশিয়ার সমীকরণে! পাকিস্তানকে চাপে রাখতে ভারত এবার কী করবে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল