TRENDING:

বুড়োদের যৌবনে ফেরানোর দাবি 'এই' দেশের! ৩৫ জনের ওপর চলা গবেষণার ফল হল...

Last Updated:
এর পরীক্ষার ফল দাঁড়াবে বুড়োদের আবার যৌবনে ফিরিয়ে আনা...
advertisement
1/6
বুড়োদের যৌবনে ফেরানোর দাবি 'এই' দেশের! ৩৫ জনের ওপর চলা গবেষণার ফল হল...
•শরীরে যতবারই কোষ পুনরায় গঠন করা হবে, ততই যৌবন আরও কমে যাবে। এটি টেলোমেজের (Telomerase) ঘাটতির কারণে হয়। এটি একই কাঠামো যার মাধ্যমে আমাদের ক্রোমোজোমগুলি 'ক্যাপস হয়ে যায়'। ইজরায়েলের বিজ্ঞানীরা বলেছেন যে, তারা এই প্রক্রিয়াটিকে বিপরীত করতে সফল হয়েছেন। অর্থাৎ তাঁরা বয়স কমানোর পথে হাঁটছেন৷ এমনই তাঁদের গবেষণা৷ ৩৫ জন রোগীর ওপর এই গবেষণা চালানো হয়েছে৷ তাদের টেলোমারের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে।
advertisement
2/6
•এই গবেষণায় জড়িত ব্যক্তিরা তিন মাসের জন্য প্রতি সপ্তাহে ৯০ মিনিটের ৫টি সেশনে অংশ নিয়েছিলেন। সবাকে বসানো হয়েছিল হাইপারবারিক অক্সিজেন ঘরে। ফলস্বরূপ, সমস্ত টেলোমেস ২০ শতাংশ বেড়েছে। এর আগেও, আরও কয়েকজন গবেষক চেষ্টা করেছিলেন, তবে তাঁরা সফল হতে পারেননি।
advertisement
3/6
•শেল ইফের্তি, তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিন অ্যান্ড ফ্যাকাল্টি স্কুল অব নিউরোসায়েন্সের একজন চিকিৎসক এবং শীর্ষ গবেষক৷ তিনি বলেছেন যে, তাঁর গবেষণা তাঁকে বহির্বিশ্ব থেকে অনুপ্রাণিত করেছে। শেল জানান, ' একবার যমজদের মধ্যে একজনকে নাসা মহাকাশে পাঠানো হয়েছিল এবং অন্যজন পৃথিবীতেই অবস্থান করেছিলেন। আমাদের গবেষণায় টেলোমিরের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল৷ স্পষ্ট দেখা গিয়েছিল যে বাহ্যিক পরিবেশে পরিবর্তনগুলি বার্ধক্যের মূল সেলুলারকে প্রভাবিত করতে পারে। '
advertisement
4/6
•এই গবেষণায় আরও প্রকাশিত হয়েছিল যে থেরাপির মাধ্যমে সংবেদনশীল কোষগুলি ৩৭% হ্রাস পায়, যার ফলে নতুন স্বাস্থ্যকর কোষগুলি পুনরায় তৈরি হয়েছিল। প্রাণী গবেষণায় দেখা গিয়েছে যে, এই কোষ অপসারণের ফলে বেঁচে থাকার সময় ৩৩% এরও বেশি বেড়ে যায়।
advertisement
5/6
•গবেষণায় জড়িত কোনও ব্যক্তির জীবনধারা বা ডায়েটে কোনও পরিবর্তন হয়নি। প্রতিটি একটি মুখোশের মাধ্যমে ১০০% অক্সিজেন নিঃসরণে হাইপারবারিক ঘরে রাখা হয়েছিল৷
advertisement
6/6
•বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, বৃদ্ধ বয়সই আলঝাইমারস, পার্কিনসনস, আর্থ্রাইটিস, ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো রোগের জন্য দায়ী
বাংলা খবর/ছবি/বিদেশ/
বুড়োদের যৌবনে ফেরানোর দাবি 'এই' দেশের! ৩৫ জনের ওপর চলা গবেষণার ফল হল...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল