Boris Johnson:৫৬ বছরের ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিয়ে নিয়ে গোপনীয়তা, সন্তানের জন্ম দিয়ে বান্ধবী এবার হলেন স্ত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিয়ে (Boris Johnson Marriage) নিয়ে মুখ খোলেনি ১০ ডাউনিং স্ট্রিট৷
advertisement
1/5

• বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ এক গোপন অনুষ্ঠানে ফিয়নসে বা বাগদত্তা ক্যারি সাইমন্ডসের সঙ্গে বিয়ে সেরে ফেললেন বরিস৷ ব্রিটিশ সংবাদমাধ্যমের মতে, শনিবার ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসনের দফতর ডাউনিং স্ট্রিট থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি৷
advertisement
2/5
•রবিবার ব্রিটিশ সংবাদপত্র দ্য সান অ্যান্ড মেলের তথ্য অনুযায়ী, এই বিয়ের জন্য শেষ মুহুর্তে সব অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। জানা গিয়েছে যে, জনসনের অফিসের সিনিয়র অফিসাররাও এই বিবাহ সম্পর্কে সচেতন ছিলেন না। করোনার কারণে ব্রিটেনেও বিয়ে বা অন্যান্য জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে৷ বিয়ের অনুষ্ঠানে মাত্র ৩০জন অতিথিকে আমন্ত্রণ করার নিয়ম রয়েছে৷ ফলে প্রধানমন্ত্রীর বিয়েতেও সেই নিয়ম মেনে ৩০জনকে আমন্ত্রণ করা হয়৷
advertisement
3/5
•৫৬ বছর বয়সি প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর ৩৩ বছর বয়সি বাগদত্তাকে নিয়ে আসেন ডাউনিং স্ট্রিটে৷ ব্রিটেনের ইতিহাসে তিনিই প্রথম বাগদত্তাকে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে ওঠেন৷ এরপর তাঁর সন্তানও জন্মায়৷ গত বছর দু'জনেই তাদের সম্পর্কের কথা সামনে আনেন এবং আসন্ন সন্তানের কথাও জানিয়েছিলেন। তাদের ছেলের জন্ম হয় ২০২০-র এপ্রিল মাসে। যার নাম রাখা হয় উইলফ্রেড লরি নিকোলাস জনসন।এই নিয়ে ৩ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন৷ সাইমন্ডসের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য ২৩ বছরের৷
advertisement
4/5
•ওয়েস্টমিনস্টার ক্যাথলিক ক্যাথিড্রাল হঠাৎ করে ১.৩০ নাগাদ বন্ধ হয়ে যায় ভিভিআইপি বিয়ের অনুষ্ঠানের জন্য৷ তার আধা ঘণ্টা পরে ৩৩ বছর বয়সি সাইমন্ডস গাড়িতে আসেন৷ তবে বিয়ের সাজে তিনি ছিলেন না৷ তারপরই তাঁদের বিয়ের অনুষ্ঠান হয় বলে জানা গিয়েছে৷
advertisement
5/5
•ব্রিটিশ সংবাদপত্র দ্য সান এই মাসের শুরুর দিকে জানিয়েছিল যে পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে এই বিয়ের অনুষ্ঠান ২০২২ সালের জুলাইয়ে হওয়ার কথা ছিল৷ সেই মর্মে আমন্ত্রণ পাঠানো হয়েছিল৷ বরিস জনসনের ব্যাক্তিগত জীবন বেশ জটিল৷ বিবাহ বহির্ভুত সম্পর্কের জন্য কনজারভেটিভ পার্টি থেকে বরখাস্ত করা হয়৷ জনসনের দ্বিতীয় স্ত্রীর নাম ম্যারিনা হুইলার, যিনি পেশায় একজন আইনজীবী৷ তাঁদের ৪টি সন্তান রয়েছে৷ ২০১৮ সেপ্টেম্বরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়৷