TRENDING:

পাইথনের পেটে মাঝবয়সী মহিলা! হাড়হিম ঘটনা, পুরো 'কাণ্ড' শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
Python ate woman: আস্ত মানুষকে গিলে ফেলেছে সাপ, এমন ঘটনা বিরল। তবে ইন্দোনেশিয়ায় গত কয়েক বছরে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। গত বছরও একটি ৮ ফিট লম্বা সাপ একজনকে গিলে খাওয়ার চেষ্টা করেছিল। পরে সেটিকে হত্যা করে গ্রামবাসীরা।
advertisement
1/7
পাইথনের পেটে মাঝবয়সী মহিলা! হাড়হিম ঘটনা, পুরো 'কাণ্ড' শুনলে গায়ে কাঁটা দেবে
সত্যি কি একজন পূর্ণবয়স্ক মানুষকে সাপ গিলে খেলেত পারে! এই প্রশ্ন অনেকের মনেই হয়তো জেগেছে। এই প্রতিবেদন পড়ার পর আপনাদের মনের সমস্ত শঙ্কা দূর হয়ে যাবে।
advertisement
2/7
ইন্দোনেশিয়াতে যা ঘটেছে, সেই ঘটনার কথা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিতে পারে। দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রাম থেকে তিন দিন ধরে নিখোঁজ এক মহিলাকে উদ্ধার করা হয়েছে অজগরের পেট কেটে। মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।
advertisement
3/7
জানা গিয়েছে, ওই মহিলার নাম ফরিদা। তিনি ২ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী ও গ্রামবাসীরা ২ দিন ধরে তাঁকে গ্রামের আশেপাশে খুঁজতে থাকেন।
advertisement
4/7
১৬ ফিট লম্বা একটি পাইথনের পেট কেটে সেই মহিলাকে বের করা হয়। সেই সাপটির পেট ফুলে ঢোল হয়ে ছিল। এক জায়গায় স্থির হয়ে পড়ে ছিল সেটি।
advertisement
5/7
সাপটির ফোলা পেট দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। গ্রামপ্রধান সুয়ার্দি রোসি জানান, চার সন্তানের মা ফরিদা। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন তিনি। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় খোঁজ শুরু হয়।
advertisement
6/7
গ্রামের পাশের জঙ্গলে প্রথমে ফরিদার জিনিস দেখতে পান তাঁর স্বামী। এর পর কিছুটা দূরেই সেই সাপটিকে দেখা যায়। সেটির পেটের মদ্যভাগ ফোলা ছিল। তখনই সন্দেহ হয় গ্রামবাসীদের।
advertisement
7/7
সাপটিকে মেরে সেটির পেট কাটে গ্রামবাসীরা। তখনই ফরিদার মাথা দেখা যায়। জানা গিয়েছে, সাপের পেটে ফরিদা পুরো জামা-কাপড় ও জুতো পরা অবস্থায় ছিলেন। আস্ত মানুষকে গিলে ফেলেছে সাপ, এমন ঘটনা বিরল। তবে ইন্দোনেশিয়ায় গত কয়েক বছরে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। গত বছর দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার বাসিন্দারা একটি আট মিটার লম্বা অজগরকে হত্যা করেছিল। গ্রামের একজনকে গিলে ফেলার চেষ্টাও করছিল সেই অজগর।
বাংলা খবর/ছবি/বিদেশ/
পাইথনের পেটে মাঝবয়সী মহিলা! হাড়হিম ঘটনা, পুরো 'কাণ্ড' শুনলে গায়ে কাঁটা দেবে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল