Big Hilsa Fish: জালে উঠল ৩ কেজির বিরাট ইলিশ! দাম উঠল কত? শুনলেই চক্ষুছানাবড়া
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Big Hilsa Fish: ইলিশ উপচে পড়ছে বাংলার বাজারে। পাতে পাতে তাই ইলিশ আর ইলিশ। টন টন ইলিশ ঢুকছে কলকাতা-ঢাকার বাজারেও। আর তাতেই দিলখুশ দুই বাংলার বাঙালির।
advertisement
1/8

ইলিশ উপচে পড়ছে বাংলার বাজারে। পাতে পাতে তাই ইলিশ আর ইলিশ। টন টন ইলিশ ঢুকছে কলকাতা-ঢাকার বাজারেও। আর তাতেই দিলখুশ দুই বাংলার বাঙালির। তবে বাজারে যা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সবই এক থেকে দেড় বা বড়জোর দু-কিলোর ইলিশ। প্রতীকী ছবি
advertisement
2/8
এবার জালে উঠল ৩ কেজির বিশালাকার ইলিশ মাছ। বাংলাদেশের মেঘনা নদীতে পাওয়া গেল বিশালাকার মাছটি। প্রতীকী ছবি
advertisement
3/8
বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভোলার মনপুরায় মেঘনা নদীতে ধরা পড়েছে ৩ কেজি ওজনের রাজা ইলিশ। প্রতীকী ছবি
advertisement
4/8
শুক্রবার দুপুরে মনপুরার মেঘনা নদীতে স্থানীয় এক মৎস্যজীবী আলমগীর মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। মাছটি বিক্রি হয়েছে ১৩ হাজার ৩০০ টাকায়। প্রতীকী ছবি
advertisement
5/8
আলমগীর মাঝি জানান, শুক্রবার দুপুরে জাল টানার পর অন্য ইলিশের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটিও ধরা পড়ে। ইলিশটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে আনার পর আড়তে নিলাম হয়। প্রতীকী ছবি
advertisement
6/8
নিলামের মাধ্যমে ১৩ হাজার ৩০০ টাকা দাম ওঠে। উপজেলা সিপিপির টিম লিডার এরফান উল্লা চৌধুরী অনি মাছটি কিনে নেন। প্রতীকী ছবি
advertisement
7/8
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, এমনিতে মেঘনায় ইলিশের আকাল। বৃষ্টি পড়তে শুরু করলে এ রকম আরও রাজা ইলিশ-সহ বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। প্রতীকী ছবি
advertisement
8/8
স্থানীয় রামনেওয়াজ মাছ ঘাটে বিশাল আকৃতির ইলিশটি বিক্রির জন্য আনার পর সেটিকে একটু চোখের দেখা দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে আসেন মাছের বাজারে। প্রতীকী ছবি