ডিপ নেক টপ, সঙ্গে শর্টস! খাবার পরিবেশন করতে এলেই ছেলেদের মাথা যাচ্ছে ঘুরে, সকলেই চাইছেন ফোন নম্বর
- Published by:Pooja Basu
Last Updated:
লিয়া ফেনেলি নামে ২৪ বছর বয়সী একজন ওয়েট্রেস৷ আমেরিকার বিখ্যাত রেস্তোরাঁয় যখন খাবার পরিবেশন করতে যান তখন অনেকেই তাঁর কাছ থেকে ফোন নম্বর চেয়ে নেন! এমনকী পাশে বান্ধবী বা স্ত্রী থাকলেও এমন ঘটনা ঘটে৷
advertisement
1/5

রেস্তোরাঁ খেতে গেলেই চোখে পড়বে এই কন্যা৷ তিনি রেঁস্তোরায় কর্মরত৷ আর এই মেয়ের টানেই অনেকে আসেন এই রেস্তোরাঁয়৷ আমেরিকার একটি জনপ্রিয় রেস্তোরাঁর এই কর্মী বলছেন যে তিনি টেবিলে খাবার দিতে এলে, লোকেরা তাঁর থেকে ফোন নম্বর চেয়ে বসেন!
advertisement
2/5
লিয়া ফেনেলি (Leah Fennelly) হুটার্স রেস্তোরাঁয় কাজ করেন৷ এটি একটি রেস্তোরাঁর চেইন যা আমেরিকান খাবারের জন্য বিখ্যাত৷ সঙ্গে এই সুন্দরী ওয়েট্রেসেও ভীষণ ভাবে নজর কেড়েছেন। সেন্ট্রাল ফ্লোরিডায় কর্মরত লিয়া বলেছেন যে লোকেরা তাকে দেখে ফ্লার্ট করতে শুরু করেন। কেউ নম্বর চেয়ে নেন তো কেউ ডেটে যাওয়ার জন্য প্রস্তাব দেন৷
advertisement
3/5
দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, লিয়া একই ইউনিফর্ম পরেন, যেটি হুটার্স রেস্টুরেন্টের বিশেষ পোশাক। তিনি গাঢ় কমলা শর্টস এবং একটি সাদা টপ পরেন৷ তবে তাঁর চুল এবং মেকআপ থাকে সবসময় নজরকাড়া। শুক্রবার তাদের কালো ইউনিফর্ম পরতে হয়। লিয়া বলেছেন যে তিনি সাজতে যেমন পছন্দ করেন তেমনই নিজের এই কাজও তাঁর ভীষণ পছন্দের৷
advertisement
4/5
সব রেস্তোরাঁয় যেমন খাবার দিতে আসেন কেউ না কেউ, লিয়াও তেমনই কাজ করেন৷ কিন্তু সেই কাজের জন্য তিনি সম্মানিত৷ একই সঙ্গে তিনি টেবিলে খাবার সার্ভ করতে আসলেই অনেকে তাঁকে ডেটে যাওয়ার কথা বলেন৷
advertisement
5/5
যদিও এখন পর্যন্ত কেউ তাঁকে বিয়ের প্রস্তাব দেয়নি, বলেছেন লিয়া। প্রায় প্রতিটি শিফটে, লোকেরা তাঁর সঙ্গে দারুণ সুন্দর করে কথা বলেন এবং তাঁর ফোন নম্বর চেয়ে নেন, পরেও কথা বলার জন্য। অনেক সময় অনেক পুরুষ তাঁর প্রেমিকা বা স্ত্রীর সামনেও এমন ব্যবহার করেন লিয়ার সঙ্গে৷ নিজেই সেকথা জানিয়েছেন এই মেয়ে৷ (Credit- Instagram/leahfennelly)