সুন্দরী, কিন্তু কানে শুনতে পান না, ছিনিয়ে নিলেন বিশ্বসেরার খেতাব ! দেখুন ছবি
Last Updated:
advertisement
1/8

সুন্দরী ৷ বিশ্ব খেতাবও জিতছেন তিনি ৷ কিন্তু বুঝতে পারছেন কি তিনি প্রতিবন্ধি ! এই সুন্দরী কানে শুনতে পান না ! (Image: Special Arrangement)
advertisement
2/8
হরিয়ানার মেয়ে নিষ্ঠা দুদেজা ৷ জিতলেন মিস ডেফ এশিয়া ২০১৮-র খেতাব ৷ প্রতিযোগিতার নাম শুনেই বুঝতে পারছেন প্রতিযোগীরা সকলেই বধির ৷ অবাক হবেন না ৷ এমন সুন্দরীরের প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রাগ শহরে ৷ এবছর ভারতের নিষ্ঠা ছিনিয়ে নিয়েছেন সেরার খেতাব ৷ (Image: News18: Special Arrangement)
advertisement
3/8
জন্ম থেকেই কানে শোনে না নিষ্ঠা ৷ এর ফলে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে ৷ কিন্তু সব বাধাকে জয় করে নিষ্ঠা আজ বিশ্বজয়ী ৷ দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি ৷ (Image: Instagram)
advertisement
4/8
ভারতে কন্যা সন্তানের জন্ম নিয়েই যখন অনেকে উদ্বিঘ্ন হন বলে তথ্য বলছে, তখন সেই মেয়ে যদি জন্ম বধির হয় তখন বাবা মায়ের কী অবস্থা মনোভাব হতে পারে ৷ কিন্তু কখনই সেই পরিবেশ বাড়িতে পাননি নিষ্ঠা ৷ চিরকালই তাঁকে উৎসাহিত করা হয়েছে ৷ কানে শুনতে না পারা যে কোনভাবেই তাঁকে বাধার মুখে পড়তে দেবে না, সেটা যেন প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন নিষ্ঠা ৷ তাই প্রতি ধাপে নিজেকে তৈরি করেছেন তিনি ৷ যার ফল মিলল মিস ডেফ এশিয়ার মঞ্চে ৷ (Image: News18: Special Arrangement)
advertisement
5/8
২৩ বছরের নিষ্ঠা কমার্সে স্নাতক ৷ এখন ইকনমিক্সে স্নাতকোত্তর করছেন তিনি ৷ বিশ্ব খেতাব জেতার আগে ভারতের মাটিতে হওয়া প্রতিযোগিতায় নিজেকে সেরা প্রমাণ করেন তিনি ৷ তবে নিষ্টা জানিয়েছেন বিশ্ব মঞ্চে তাঁকে ভাল টক্কর দিয়েছেন চিন, থাইল্যান্ড, তাইওয়ান, ইজরায়েলের প্রতিযোগীরা ৷ (Image: News18: Special Arrangement)
advertisement
6/8
পড়াশুনায় চিরকাল ভাল ছিল নিষ্ঠা ৷ এর পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রতিও আগ্রহ ছিল তাঁর ৷ সেই দেখেই তাঁর মা তাঁকে জুডো ক্লাসে ভর্তি করান ৷ আর্ন্তজাতিক স্তরের টুর্নামেন্টে জুডো খেলেছেন তিনি, জিতেছেন পুরস্কার ৷ (Image: Instagram)
advertisement
7/8
শুধু জুডো নয়, নিয়মিত টেনিসও খেলেন এই সুন্দরী ৷ (Image: Instagram)
advertisement
8/8
তাই যারা কন্যা সন্তান নিয়ে অনেক চিন্তা করেন বা মেয়ে জন্মালে বিয়ের চিন্তাকে প্রাধান্য দেন, তাদের সকলের কাছে নিষ্ঠা এক উদাহরণ ৷ শুধু তাই নয়, শারীরিক প্রতিবন্ধকতাকে যে খুব সহজেই জয় করা যায় সেটাই বুঝিয়ে দিলেন নিষ্ঠা ৷ (Image: Instagram)