TRENDING:

Bangladesh Situation: মনমোহন সিংয়ের প্রয়াণেও ভারতের প্রতিবেশী দেশের রাজনীতি, হঠাৎই পাকিস্তানের চাল থেকে সরল বাংলাদেশ, মোহম্মদ ইউনুস জানালেন শ্রদ্ধা, পাকিস্তানের মুখে রা নেই

Last Updated:
Manmohan Singh Death: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দুই প্রতিবেশী দেশের দুই চাল, বাংলাদেশ শেষ শ্রদ্ধা জানালেও পাকিস্তানের সৌজন্যের ভাঁড়ার শূন্য...
advertisement
1/5
মনমোহন সিংয়ের মৃ্ত্যুতে প্রতিবেশী দেশের রাজনীতি,পাকিস্তানের থেকে সরল বাংলাদেশ
: এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক তলানিতে৷ তবুও হঠাৎই ভদ্রতার এক রূপ দেখাল বাংলাদেশ৷ অন্যদিকে আরও এক ভারতের প্রতিবেশী পাকিস্তান কিন্তু নিজের অবস্থানেই অনড়৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহম্মদ ইউনূস মঙ্গলবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়েছেন।
advertisement
2/5
গত সপ্তাহেই ভারতের প্রাক্তন মনমোহন সিং মারা গেছেন। মোহম্মদ ইউনুস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে মনমোহন সিংকে শ্রদ্ধা জানান। ঢাকায় ভারতীয় হাইকমিশনে মনমোহন সিংয়ের একটি ছবি রাখাছিল সেখানেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহম্মদ ইউনূস মনমোহন সিংয়ের ফটোর সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিশেষ বার্তাও লেখেন। মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে সাত দিনের জাতীয় শোক ঘোষিত হয়েছে৷
advertisement
3/5
বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ডঃ ইউনূসকে স্বাগত জানান। মোহাম্মদ ইউনূস সাড়ে ১১টায় ভারতীয় হাইকমিশনে পৌঁছান। বাংলাদেশের গণমাধ্যমের খবর অনুযায়ী, মোহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গেও কথা বলেছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে মোহম্মদ ইউনুস মনমোহন সিং সম্পর্কে বলেছেন, "তিনি খুব সাধারণ এবং সাধারণ কিন্তু আশ্চর্যজনকভাবে বুদ্ধিমান ছিলেন।" মনমোহন সিং ভারতকে বিশ্বের অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিরাট অবদান রেখেছেন।
advertisement
4/5
পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাননিঅন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এখনও মনমোহন সিংয়ের প্রয়াণের পরে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও শ্রদ্ধা জানাননি।
advertisement
5/5
শাহবাজ শরিফের বড় ভাই এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাননি। অথচ পাকিস্তান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ছোট ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৷ এমনকি তিনি দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছিলেন কিন্তু মনমোহন সিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ নীরব ছিলেন। Input- Maitreyee Bhattacharjee
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Situation: মনমোহন সিংয়ের প্রয়াণেও ভারতের প্রতিবেশী দেশের রাজনীতি, হঠাৎই পাকিস্তানের চাল থেকে সরল বাংলাদেশ, মোহম্মদ ইউনুস জানালেন শ্রদ্ধা, পাকিস্তানের মুখে রা নেই
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল