Bangladesh News: ঠিক কী করতে চাইছে বাংলাদেশ? কেড়ে নিল মুজিবরের ‘শেষ’ সম্মান...বদলে দিল ‘মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকার একটি অধ্যাদেশ জারি করেছে৷ যেখানে বদলে দেওয়া হয়েছে ‘মুক্তিযোদ্ধা’ (বীর মুক্তিযোদ্ধা) শব্দের সংজ্ঞা। নতুন যে সংজ্ঞা আনা হয়েছে তার জেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হারাচ্ছেন তাঁর 'বীর মুক্তিযোদ্ধা' মর্যাদা।
advertisement
1/7

ঢাকা: ঠিক কী করতে চাইছে বাংলাদেশ? প্রথমে বাংলাদেশের ‘টাকা’ থেকে শেখ মুজিবরের ছবি মুছে দিল সে দেশের তত্ত্বাবধায়ক সরকার৷ আর এবার ‘মুক্তিযোদ্ধা’র তকমাও হারালেন বঙ্গবন্ধু৷ তবে কি মুজিবর রহমান এবং তাঁর পরিবারের নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে চাইছে সেদেশের সরকার? জানেন তাঁদের নতুন নির্দেশিকা কী?
advertisement
2/7
মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকার একটি অধ্যাদেশ জারি করেছে৷ যেখানে বদলে দেওয়া হয়েছে ‘মুক্তিযোদ্ধা’ (বীর মুক্তিযোদ্ধা) শব্দের সংজ্ঞা। নতুন যে সংজ্ঞা আনা হয়েছে তার জেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হারাচ্ছেন তাঁর 'বীর মুক্তিযোদ্ধা' মর্যাদা।
advertisement
3/7
শুধু শেখ মুজিবর রহমানই নন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়কার ৪০০ জনেরও বেশি রাজনৈতিক নেতার৷ যার মধ্যে রয়েছেন সঈদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলি এবং এএইচএম কামারুজ্জামান৷ মুক্তিযোদ্ধা হিসাবে এদের প্রত্যেকেরই সরকারি স্বীকৃতি বাতিল করা হয়েছে।
advertisement
4/7
বাংলাদেশের আইন মন্ত্রকের আইন ও সংসদ বিষয়ক বিভাগের তরফে প্রকাশ করা এই অধ্যাদেশ অনুযায়ী, এই নেতাদের এখন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ (মুক্তিযুদ্ধের সহযোগী) হিসাবে গণ্য করা হবে, মুক্তিযোদ্ধা হিসাবে নয়।
advertisement
5/7
অধ্যাদেশ অনুযায়ী, একজন বীর মুক্তিযোদ্ধা হলেন এমন কেউ যিনি ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর, ১৯৭১ এর মধ্যে, দেশের বিভিন্ন গ্রামে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন, অথবা ভারতের বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে যোগদানের জন্য সীমান্ত অতিক্রম করেছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য। এই ব্যক্তিরা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
advertisement
6/7
‘মুক্তিযোদ্ধা’র নতুন সংজ্ঞা অনুযায়ী, স্বীকৃত মুক্তিযোদ্ধারা অবশ্যই বেসামরিক নাগরিক হতে হবে৷ যাঁরা যুদ্ধের সময় সরকারের দ্বারা নির্ধারিত বয়সের ছিলেন। এছাড়াও, সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মুক্তিযোদ্ধা হিসাবে পরিচিত করা হবে।
advertisement
7/7
যেসব মহিলারা পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন (বীরাঙ্গনা), সেইসাথে যেসব ডাক্তার, নার্স এবং চিকিৎসা সহকারী মুক্তিযুদ্ধের সময় ফিল্ড হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছিলেন, তাঁরাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।