TRENDING:

Bangladesh Pakistan Relations: এমন অবস্থা! বাংলাদেশে এবার যা করতে চলেছে পাকিস্তান, শুনে চমকে উঠবেন! ভারত ছাড়া কি গতি আছে বাংলাদেশের!

Last Updated:
Bangladesh Pakistan Relations: জানা গিয়েছে, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের স্বাস্থ্য ও বাণিজ্য বিষয়ে আলোচনা করেন।
advertisement
1/6
এমন অবস্থা! বাংলাদেশে এবার যা করতে চলেছে পাকিস্তান, শুনে চমকে উঠবেন!
শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কিছুটা হলেও অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান। ইতোমধ্যে বাংলাদেশ সফরের ঘোষণা করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।
advertisement
2/6
এখানেই অবশ্য শেষ নয়, এবার বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে দেখা করে পাকিস্তানের এই আগ্রহের কথা জানান। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
advertisement
3/6
জানা গিয়েছে, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের স্বাস্থ্য ও বাণিজ্য বিষয়ে আলোচনা করেন। পাকিস্তানের হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের ওষুধ শিল্প অনেক ভাল অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী।
advertisement
4/6
প্রসঙ্গত, বাংলাদেশ ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ। প্রয়োজনীয় ওষুধের প্রায় ৯৫ শতাংশ বাংলাদেশেই তৈরি হয়। বাংলাদেশ শতাধিক দেশে ওষুধ রফতানিও করে।
advertisement
5/6
গত কয়েকমাসে চিত্রটা ক্রমেই বদলাতে শুরু করেছে। একদিকে নানা ঘটনার জেরে বাংলাদেশ আর ভারতের মানুষের একাংশের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। আর অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করতে যেন তৎপর বাংলাদেশ।
advertisement
6/6
এদিকে হাজার হাজার বাংলাদেশি চিকিৎসা করাতে আসেন ভারতে। কলকাতার পাশাপাশি, দক্ষিণ ভারতে,অসমে,ত্রিপুরারায় প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি আসনে চিকিৎসার জন্য। তাঁদের ভিড়ে থিকথিক করে ভারতের একাধিক স্বাস্থ্যকেন্দ্র। এমনকী ভারতের ওষুধের উপর তাঁদের অনেকেই নির্ভরশীল। তবে পাকিস্তান অবশ্য বাংলাদেশ থেকেই ওষুধ আমদানি করতে চায়। সেই মতো তাঁরা আগ্রহের কথা জানিয়েছেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Pakistan Relations: এমন অবস্থা! বাংলাদেশে এবার যা করতে চলেছে পাকিস্তান, শুনে চমকে উঠবেন! ভারত ছাড়া কি গতি আছে বাংলাদেশের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল