India Bangladesh relationship: ভারত-বাংলাদেশ সম্পর্কে বিরাট মোড়! কলকাতা এবং আগরতলায় দূতাবাসে বিক্ষোভের জেরে বড় পদক্ষেপ বাংলাদেশের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Muhammad Yunus Government: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সংখ্যালঘুদের একটা বড় অংশ। পশ্চিমবঙ্গের কলকাতা এবং ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের কূটনীতিকদের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এবার বড় পদক্ষেপ বাংলাদেশ সরকারের।
advertisement
1/5

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে পরিবর্তন হয়েছে বাংলাদেশের অবস্থার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সংখ্যালঘুদের একটা বড় অংশ। প্রতীকী ছবি।
advertisement
2/5
পশ্চিমবঙ্গের কলকাতা এবং ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের কূটনীতিকদের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিসে বিক্ষোভ দেখান কিছু ব্যক্তি। বাংলাদেশের পকাকাও নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতীকী ছবি।
advertisement
3/5
এর পরেই দুই দেশের সম্পর্কে ব্যাপক প্রভাব পড়তে শুরু করে। বাংলাদেশের সরকারের একাধিক উপদেষ্টা এই বিষয় নিয়ে ভারতকে আক্রমণ করা শুরু করে।
advertisement
4/5
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকার বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। প্রতীকী ছবি।
advertisement
5/5
বাংলাদেশের তরফে অভিযোগ তোলা হয় কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্য়র্থ হচ্ছে ভারত সরকার। এর পরেই এই নির্দেশ।