Bangladesh News: বাংলাদেশের রাশ এবার কার হাতে যাবে? বুধে বেরল একটি রায়, মোটামুটি ঠিক হয়ে গেল বাংলাদেশের 'ভবিষ্যৎ'!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: বুধবার সকালে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন।
advertisement
1/7

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এই রায়ের ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যাঁদের সাজা হয়েছিল ও আপিল করতে পারেননি, তাঁরাও খালাস পেয়েছেন।
advertisement
2/7
বুধবার এই রায় ঘোষণা করে আপিল বিভাগ। একইসঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন।
advertisement
3/7
বুধবার সকালে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দেয়।
advertisement
4/7
রায়ে আদালত বলেছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। এর মাধ্যমে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে।
advertisement
5/7
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয় বিচারিক আদালত। একইসঙ্গে এই মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।
advertisement
6/7
একইসঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। কিন্তু সেই সমস্ত রায় বাতিল করা হল।
advertisement
7/7
এর ফলে খালেদা জিয়ার ছেলে তারেকের আর বাংলাদেশে ফিরতে কোনও অসুবিধাই রইল না। ফলে বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, বিএনপি-র রাশ হাতে নিয়ে বাংলাদেশে তারেকের ফেরা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।