TRENDING:

Bangladesh Latest News: নিজের ফাঁদেই ফেঁসে গেলেন মহম্মদ ইউনূস! বাংলাদেশে জামাত এবার যা চেয়ে বসল, মানলেই ছিঃ ছিঃ করবে দুনিয়া

Last Updated:
Bangladesh Latest News: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস এবার নিজেই কোণঠাসা। ইউনূসকে চরম হুঁশিয়ারি দিল জামাত।
advertisement
1/9
নিজের ফাঁদেই ফাঁসলেন ইউনূস! বাংলাদেশে জামাত এবার যা চেয়ে বসল, মানলেই ছিঃ ছিঃ করবে দুনিয়া
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস এবার নিজেই কোণঠাসা। ইউনূসকে চরম হুঁশিয়ারি দিল জামাত।
advertisement
2/9
বাংলাদেশের প্রথমসারির একটি সংবাদমাধ্যমের দাবর, দলের কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন বলে মন্তব্য করেন জামাতের আমির শফিকুর রহমান।
advertisement
3/9
তিনি বলেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জামাত একটি জনসভার আয়োজন করে।
advertisement
4/9
সেখানেই আমির শফিকুর বলেন, “তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন।”
advertisement
5/9
উল্লেখ্য, এক সময় এ টিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিল। তারপর জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হয়। এরপর ২০১২ সালে ২২ অগাস্ট তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।
advertisement
6/9
বর্তমানে তার বিরুদ্ধে চলা মামলাগুলি বিচারাধীন অবস্থায় রয়েছে। এবার এই দাগী যুদ্ধপরাধীকে জেল থেকে ছাড়তে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে জামাত।
advertisement
7/9
অন্যদিকে, ইউনূস জমানায় একের পর এক অশান্তি চলছেই বাংলাদেশে। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি হয় রবিবার। বাসের মধ্যে স্বামীর সামনেই সংখ্যালঘু মহিলাকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ।
advertisement
8/9
অত্যাচার করা হয় আরও একাধিক মহিলার উপর। এখনও অধরা অভিযুক্তরা। এর পাশাপাশি একাধিক জায়গায় হয়েছে ক্রসফায়ার। মহম্মদপুরে কট্টরপন্থী ও যৌথবাহিনীর মধ্যে গুলির লড়াই। নিহত হন ২ জন। নোয়াখালিতে পুড়িয়ে দেওয়া হয় সংখ্যালঘুদের নৌকা। চরম অরাজকতা চলছে দেশজুড়ে।
advertisement
9/9
আইনশৃঙ্খলা রক্ষায় কার্যত ব্যর্থ ঢাকা। বাড়ছে লুঠপাট, ডাকাতি, মহিলাদের উপর নির্যাতন। একের পর এক ঘটনায় তেমনই পরিস্থিতি স্পষ্ট হচ্ছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Bangladesh Latest News: নিজের ফাঁদেই ফেঁসে গেলেন মহম্মদ ইউনূস! বাংলাদেশে জামাত এবার যা চেয়ে বসল, মানলেই ছিঃ ছিঃ করবে দুনিয়া
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল